ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধনের কড়া জবাব দিচ্ছে ভারত (India)। ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে, এ বার তার প্রভাব আইপিএলেও (IPL 2025)। অপারেশন সিঁদুরের প্রভাবে ধর্মশালা বিমানবন্দর বন্ধ। ফলে জল্পনা তৈরি হয়েছিল ১১ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ কী ভাবে হবে তা নিয়ে। জল্পনা কাটিয়ে ম্যাচ সরে গেল অহমদাবাদে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?(IPL 2025)
বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাবের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের আইপিএল(IPL 2025)খেলা রয়েছে। সেটাই ওই মাঠে শেষ ম্যাচ। এই ম্যাচের শেষে দুই দলকেই সড়কপথে বা রেলপথে অন্যত্র যেতে হবে। কারণ ধর্মশালার আশেপাশে থাকা দুই বিমানবন্দর অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ রাখা হয়েছে। ফলে মুম্বইয়ের পক্ষে ধর্মশালায় পৌঁছোনো সম্ভব নয়।
বোর্ডের অনুরোধেই সিদ্ধান্ত(IPL 2025)
অপারেশন সিঁদুরের সাফল্যের পর যে কোনও সময় প্রত্যাঘাত করতে পারে পাক সেনা। সেই আশঙ্কা থেকে অনেকেই সীমান্তবর্তী ধরমশালা স্টেডিয়ামে আইপিএলএর(IPL 2025) ম্যাচ স্থগিত করার দাবি তুলছিলেন। ধরমশালার স্টেডিয়ামটি পাক সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। সেখানে প্রায় ২০ হাজার লোক, এত আলো, ঝলমলে স্টেডিয়ামে খেলা দেখাটা ঝুঁকিপূর্ণ। তাছাড়া যেভাবে পাকিস্তান বুধবার রাতেই ১৫টি শহর ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করেছিল, তাতে ধরমশালার মতো জায়গায় ম্যাচ করানোটা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: Drone Hits Rawalpindi Stadium: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএল ম্যাচ বাতিল
এ দিন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল সংবাদ সংস্থাকে বলেছেন, “বোর্ড আমাদের অনুরোধ করেছিল। আমরা রাজি হয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স আজই অহমদাবাদ চলে আসছে। পঞ্জাব কবে আসবে সেটা পরে জানা যাবে।” মুম্বই চেয়েছিল বুধবারই ধর্মশালায় চলে যেতে। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় পারেনি। এ বার পরিকল্পনা বদলে তারা যাচ্ছে অহমদাবাদে।
বৈঠকের পরেই চূড়ান্ত ঘোষণা করবে বিসিসিআই
জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লির সঙ্গে ধর্মশালায় ম্যাচ খেলেই সড়ক বা রেলপথে আহমেদাবাদ পৌঁছাবে পাঞ্জাব দল। দিল্লি ক্যাপিটালস দলকেও সম্ভবত সড়ক সড়কপথে নিজেদের শহরে ফিরতে হবে। এই মুহূর্তে এই সমস্ত কিছু নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দফতরে বৈঠক চলছে। বৈঠকের পরেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে বিসিসিআই(BCCI)।