ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মা তো কেবল একটি দিনে সীমাবদ্ধ নন। তিনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সংকটে, প্রতিটি হাসিতে—আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবুও “মাতৃদিবস” একটি উপলক্ষ, মাকে ভালোবাসা জানানোর, তাঁর কঠোর পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার বিশেষ দিন। এই দিনে মাকে একটু বেশি খুশি করতে, তাঁর মুখে একটু প্রশান্তির হাসি ফুটিয়ে তুলতে, আপনার ভালোবাসার উপহার হতে পারে সবচেয়ে বড় সারপ্রাইজ (Gift Ideas)। দেখে নিন, কোন কোন উপহার আপনার মাকে আনন্দে ভরিয়ে তুলতে পারে।
সুগন্ধি উপহার – শান্তির পরশ (Gift Ideas)
দীর্ঘ একদিনের পর মায়ের শরীর ও মনে প্রশান্তি এনে দিতে পারেন একটি অ্যারোমা অয়েল ডিফিউজার উপহার দিয়ে। এর হালকা অথচ স্নিগ্ধ সুগন্ধ ঘরের পরিবেশ বদলে দেবে নিমিষে, দূর করবে ক্লান্তি, এনে দেবে এক ঝলক শান্তি। মায়ের পছন্দের গন্ধের এসেনশিয়াল অয়েল সঙ্গে দিলে উপহারটি হয়ে উঠবে আরও ব্যক্তিগত।
আরও পড়ুন: Rabindra Jayanti 2025: অত্যন্ত খাদ্যরসিক ছিলেন রবীন্দ্রনাথ, ভালবাসতেন কী খেতে?
গাছ উপহার – সবুজে ঘেরা ভালোবাসা (Gift Ideas)
যদি আপনার মায়ের গার্ডেনিংয়ের প্রতি টান থাকে, তাহলে একটি সুন্দর সিরামিক টবে লাগানো সাকিউলেন্ট গাছ হতে পারে দারুণ একটি উপহার। রেলিংয়ে ঝুলিয়ে রাখা যায় এমন প্লান্টার বা ঘরের কোণায় রাখা যায় এমন ইনডোর গাছ, মায়ের হাতে প্রাণ পাবে নতুন করে। সঙ্গে যদি দেন কিছু ফুল কিংবা ফলের বীজ, গার্ডেনিং টুলস আর অর্গানিক সার, তাহলে উপহারটি হয়ে উঠবে পরিপূর্ণ।
ঘর সাজানোর উপকরণ – সৌন্দর্য আর স্মৃতির ছোঁয়া (Gift Ideas)
আপনার মায়ের যদি ঘর সাজানোর ঝোঁক থাকে, তাহলে কাস্টমাইজড পিলো কভার হতে পারে সুন্দর উপহার। এতে মায়ের প্রিয় কোনো ছবি বা আপনার লেখা ছোট্ট একটি বার্তা ছাপিয়ে দিন—উপহার হয়ে উঠবে শুধু নাড়ির টানেই নয়, হৃদয়ের স্পর্শে ভরা।
পোশাক – আরামে, ভালোবাসায় (Gift Ideas)
বাড়িতে যেসব মায়েরা হাউজকোট পরে স্বচ্ছন্দ বোধ করেন, তাঁদের জন্য তুলতুলে সুতি বা বাটিকের রোবো হতে পারে আদর্শ উপহার। এটি শুধু আরামের নয়, স্টাইলেরও পরিচায়ক। মায়ের জন্য এমন কিছু বেছে নিন যা তিনি প্রতিদিনের জীবনে ব্যবহার করে অনায়াসে উপভোগ করতে পারেন।
আরও পড়ুন: Peacock Feather Tips: বাড়িতে ময়ূরের পালক রাখছেন ? জানেন কেন বাড়িতে ময়ূরের পালক রাখা হয় ?
ভাউচার – নিজের মতো করে বেছে নেওয়ার স্বাধীনতা (Gift Ideas)
মাকে যদি আপনি নিজের পছন্দে উপহার বেছে নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে গিফট ভাউচার হতে পারে একেবারে পারফেক্ট। এটি হতে পারে তাঁর পছন্দের পোশাকের দোকানে, প্রিয় লেখকের বইয়ের স্টোরে, অথবা একটি জুয়েলারির শোরুমে। পছন্দের জিনিস নিজে হাতে কিনে নেওয়ার আনন্দই আলাদা।
ফুল – চিরন্তন ভালোবাসার প্রতীক (Gift Ideas)
ফুলের চেয়ে সেফ এবং ক্লাসিক উপহার খুব কমই আছে। লিলি, গোলাপ, অর্কিড বা টিউলিপ—মায়ের পছন্দ অনুযায়ী একটি মিশ্র ফুলের তোড়া মাতৃদিবসে তাঁর মুখে হাসি ফোটাতে যথেষ্ট। দূরে থাকলেও অনলাইন ফ্লাওয়ার সার্ভিসে সহজেই পৌঁছে দিতে পারেন।
শরীরচর্চা পছন্দ করেন যাঁরা (Gift Ideas)
যেসব মা শরীরচর্চা করতে ভালোবাসেন, তাঁদের জন্য একটি মানসম্মত যোগা ম্যাট এবং আরামদায়ক রানিং শু হতে পারে কার্যকরী এবং সচেতন উপহার। হাঁটা বা এক্সারসাইজের সময় শরীরকে সমর্থন দেবে এই জিনিসগুলো, আর মায়ের প্রতিদিনের স্বাস্থ্যের পথে এগিয়ে চলাকে আরও আরামদায়ক করে তুলবে।
আরও পড়ুন: Planet Transit: মে মাসে বৃহস্পতি, রাহু ও কেতুর গোচর, প্রভাব পড়বে কাদের?
টেম্পারেচার কন্ট্রোল কফি মাগ – এক কাপ চায়ের উষ্ণতা ঘন্টার পর ঘণ্টা (Gift Ideas)
মায়ের সকালের চা কিংবা সন্ধ্যার কফি অনেকসময়ই ঠান্ডা হয়ে যায় নানা ব্যস্ততায়। সেই সমস্যা দূর করতে উপহার দিন টেম্পারেচার কন্ট্রোল মাগ। আপনার সেট করা তাপমাত্রায় প্রিয় পানীয়টি গরম থাকবে প্রায় এক ঘণ্টা, যেন প্রতিটি চুমুকেই মেলে উষ্ণ ভালোবাসা।
হোম সালোঁ সার্ভিস – নিজের যত্নের সময় (Gift Ideas)
মায়ের শরীর ও মন দুটিকেই বিশ্রাম দেওয়ার উপায় হতে পারে ঘরে বসে সালোঁ সার্ভিস। পেডিকিওর, ম্যানিকিওর, স্পা বা বডি মাসাজ—যে পরিষেবাগুলো মাকে নতুন করে প্রফুল্ল করে তুলবে। নিজের ফোন থেকেই সহজে বুক করে নিতে পারেন এই সার্ভিস।
মাকে ভালোবাসা জানাতে খুব বড় আয়োজনের প্রয়োজন নেই, প্রয়োজন একটু সময়, সামান্য যত্ন আর আন্তরিকতা। এই মাতৃদিবসে মাকে বলুন—“তুমি আছো বলেই আমার জগৎটা এত সুন্দর।”