ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনার মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে লাগাতার গোলাগুলির উত্তপ্ত পরিস্থিতিতে রবিবার লখনউয়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের (BrahMos Unit) নতুন ইন্টিগ্রেশন ও টেস্টিং ইউনিট উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের মঞ্চ থেকেই পাকিস্তানকে কড়া বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “ব্রহ্মস শুধু একটি হাতিয়ার নয়, শত্রুপক্ষকে প্রতিহত করার বার্তা। এটা আমাদের প্রতিরক্ষার প্রতীক।”
বিকেল পাঁচটা নাগাদ ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থায়ীভাবে সংঘর্ষবিরতি হলেও, মাত্র তিন ঘণ্টা কাটতে না কাটতেই ফের সীমান্তে হামলা চালায় পাকিস্তান। একের পর এক গোলা বর্ষণ করে তারা। জবাবে ভারতও দেয় মোক্ষম প্রত্যাঘাত। এই উত্তেজনার আবহেই লখনউয়ে ‘ব্রহ্মস’ মিসাইল (BrahMos Unit) ইউনিটের উদ্বোধন হয়।
রাজনাথ সিং এদিন প্রয়াত রাষ্ট্রপতি এ.পি.জে. আবদুল কালামের স্মৃতিচারণা করে বলেন, “বিশ্ব শক্তিশালীদের সম্মান করে, দুর্বলদের নয়। ভারতকে আরও শক্তিশালী হতে হবে, তাহলেই সম্মান আদায় করা সম্ভব। ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, এবং আরও শক্তি অর্জনের দিকেই আমরা এগোচ্ছি।”

ব্রহ্মস (BrahMos Unit) ক্ষেপণাস্ত্রের ক্ষমতা:
ব্রহ্মস হল ভারতের অন্যতম আধুনিক ও দ্রুতগতির ক্রুজ মিসাইল (BrahMos Unit)। এর গতি ঘণ্টায় প্রায় ৪,১৭০ কিমি, এবং এর রেঞ্জ ২৯০ কিমি পর্যন্ত। এই মিসাইল শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শুধু তাই নয়, এর প্রতিক্রিয়া ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি উন্নত। রাফাল যুদ্ধবিমানেও সংযুক্ত করা হয়েছে এই ব্রহ্মস মিসাইল।
আরও পড়ুন: Bhishma T-90S Tank : যুদ্ধে ভারতের ‘অগ্নিদেবতা’ ! কী ক্ষমতা রয়েছে T-90S ভীষ্ম ট্যাঙ্কের ?
লখনউয়ে তৈরি এই নতুন ইউনিট থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও একধাপ এগিয়ে গেল ভারত। সীমান্তে যে কোনও শত্রু হানার জবাব এখন আরও তীক্ষ্ণ ও নিখুঁতভাবে দিতেই প্রস্তুত ভারতীয় সেনা।