Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে পাকিস্তানের ভিতরে ঢুকে জবাব দেব আমরা।’ পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে দাঁড়িয়ে ইসলাবাবাদকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সফল স্ট্রাইকের পর দেশের একাধিক এয়ারবেসের মতো পাঞ্জাবের আদমপুর বায়ুসেনাঘাঁটিতেও হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। এমনকী পাকিস্তানের তরফে দাবি করা হয় যে আদমপুরে থাকা ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমকে নাকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই হামলা অনায়াসে প্রতিহত করে ভারতীয় জওয়ানরা। আর মঙ্গলবার সেই বায়ুসেনাঘাঁটিতেই এস-৪০০ এয়ার ডিফেন্সের লঞ্চারের সামনে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর তিন সূত্রের সন্ধান (PM Modi)
প্রধানমন্ত্রী মোদী জানান, নতুন ভারতের জীবন তিন সূত্রে গাঁথা। আর সেই ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লক্ষ্মণরেখা এখন একেবারে স্পষ্ট।প্রথম, সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না। নিজের শর্তে জবাব দেবে। দ্বিতীয়, কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। তৃতীয়, আমরা সন্ত্রাসবাদের মদতদাতা সরকার আর সন্ত্রাবাদের পান্ডাদের আলাদা করে দেখব না। ভারতের এই নতুন রূপকে চিনে গোটা দুনিয়া এগোচ্ছে।’
পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর (PM Modi)
শুধু জঙ্গি নয়, পাকিস্তান সেনাকেও উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে পাঞ্জাবের সেনাঘাঁটি থেকে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেনার উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, জঙ্গিরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম উড়েছে। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে। আপনারা যা করেছেন, তা অকল্পনীয়, অদ্ভুত, অভাবনীয়।’ প্রধানমন্ত্রী দাবি করেন, ‘আমাদের লক্ষ্য ছিল শুধু সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার ধ্বংস করা। কিন্তু পাকিস্তান যাত্রিবাহী বিমানকে সামনে রেখে ষড়যন্ত্র করেছিল। তবে আমাদের সেনাবাহিনী পাকিস্তানের যাত্রিবাহী বিমানের কোনও ক্ষতি না করে শত্রুদের ঘাঁটিতে নিঁখুত আঘাত হেনেছে।’
সেনাবাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী (PM Modi)
মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর কথা শুনে উল্লাসে ফেটে পড়েন বায়ুসেনার জওয়ানরা। ‘বন্দে মাতরম’ স্লোগানে কেঁপে ওঠে গোটা বায়ুসেনাঘাঁটি। সেনার ধৈর্য, শৌর্য, সাহস-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুরে সেনার ভূমিকার কথা সারা দেশ মনে রাখবে। আমাদের দেশে তৈরি ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা গোটা বিশ্ব দেখে নিল।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘আমরা শান্তি চাই। কিন্তু মানবতার উপর হামলা হলে যুদ্ধক্ষেত্রে শত্রুকে মাটিতে মিশিয়ে দিতে ভালো করেই জানে।’
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা (PM Modi)
এর আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাফ জানিয়ে দেন, ‘দেশের নিরপরাধ পর্যটকদের তাদের পরিবারের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। গোটা দেশ তখন গর্জে উঠেছিল সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা শপথ নিয়েছিলাম সন্ত্রাসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার। অপারেশন সিন্দুর সেই শপথ পূরণ করেছে।’ একই সঙ্গে পাকিস্তানকে হুঙ্কার দিয়ে তাঁর বক্তব্য ছিল, এবার থেকে তাঁদের সঙ্গে কথা হলে অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে। এছাড়া, আগামী দিনে ভারতের বিরুদ্ধে কোনও জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই ধরে নেওয়া হবে। মঙ্গলবার পাঞ্জাব থেকে কার্যত একই সুরে পাকিস্তানকে তুলোধনা করেন মোদী।
আরও পড়ুন: PM Modi: সিবিএসই-র দ্বাদশ এবং দশম শ্রেণির পড়ুয়াদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদী সাফ বলেছিলেন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না। তাই পাকিস্তানকে বুঝতে হবে তারা কী চায়। জঙ্গিদের সমর্থন করলে ভবিষ্যতে আবারও কড়া জবাব পাবে পাকিস্তান।