ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হল পাকিস্তান। ২২ দিন পর অবশেষে পাকিস্তান থেকে মুক্তি পেলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (BSF Soldier Released)। বুধবার সকালে পাকিস্তানের আটারি বর্ডারের কাছে ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০টা নাগাদ তিনি ভারতে প্রবেশ করেন। জানা গেছে, পূর্ণমকুমার সুস্থ আছেন এবং তাকে শারীরিক পরীক্ষা করার পর দ্রুত তাঁর বাড়িতে পাঠানো হবে।
মানসিকভাবে বিপর্যস্ত পূর্ণম-জায়া (BSF Soldier Released)
২৩ এপ্রিল, পহেলগাঁও হামলার পরদিন যখন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ ভুলবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই পাকিস্তান সেনাবাহিনী তাঁকে বন্দি করে নেয়। পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় পূর্ণমকুমারের স্ত্রীর অবস্থা ছিল অত্যন্ত দুঃখজনক। অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী বিএসএফের হেড কোয়ার্টারে গিয়ে বারবার আশ্বাস পেয়েও স্বামী ফিরে আসার অপেক্ষায় ছিলেন।
আরও পড়ুন: Security Of S Jaishankar : বাড়ানো হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা! কেন এই সিদ্ধান্ত ?
৭ মে পর্যন্ত রজনী ছিলেন আশা ও উদ্বেগের মধ্যে, কিন্তু “অপারেশন সিঁদুর” এর পর তিনি কার্যত স্বামী ফিরে আসার আশাটা ত্যাগ করে দিয়েছিলেন। তবে ভারতের কূটনৈতিক চাপের ফলস্বরূপ পাকিস্তানকে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য করা হয়। ভারতের পক্ষ থেকে একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর অবশেষে পূর্ণমকুমার সাউকে মুক্তি (BSF Soldier Released) দেওয়ার সিদ্ধান্ত নেয় পাক সেনা।
ফ্ল্যাগ মিটিং এবং কূটনৈতিক চাপ (BSF Soldier Released)
দীর্ঘদিন ধরে চলে পাকিস্তানের সঙ্গে ভারতের এই কূটনৈতিক দ্বন্দ্ব। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর পাকিস্তান তার শর্তাবলী পরিবর্তন করে, তবে ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ভুলবশত অন্য দেশের সীমান্তে প্রবেশের পর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে বন্দিকে মুক্তি দিতে হবে, কিন্তু পাকিস্তান সেই নিয়মটি অমান্য করেছিল। এরপর ভারতের সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে, শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয় পূর্ণমকুমার সাউকে মুক্তি দিতে।
এদিকে, পূর্ণমকুমারের মুক্তি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে, কিন্তু একইসঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে এই ধরনের ঘটনা প্রতিরোধে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে (BSF Soldier Released)। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, এই ধরনের ঘটনায় পরবর্তীতে যদি কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তারা আরো কঠোর অবস্থান নেবে।
পূর্ণমকুমার সাউ শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে, তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।