ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রনেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! মঙ্গলবার রাত ১২টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশে ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়, বলে অভিযোগ। নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্যর এএফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন নিহত ছাত্রনেতা।
বাংলাদেশে খুন ছাত্রনেতা (Dhaka University)
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে শাহরিয়ার মোটরসাইকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। ধাক্কাটি নিয়ে প্রথমে কথাবার্তা শুরু হলেও কিছু সময় পরে কথাবার্তা গড়িয়ে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি ধারালো ছুরি বের করে শাহরিয়ারের উপর আক্রমণ করে। শাহরিয়ারের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। হামলার পর এলাকা ছেড়ে চম্পট দেন আততায়ীরা।
আরও পড়ুন: US Iran Nuclear Talks : ট্রাম্পের সফরের আগেই সুর নরম তেহরানের ! এবার মিটবে “পরমাণু-দ্বন্দ্ব” ?
রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারের সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (Dhaka University)। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
উদ্বেগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (Dhaka University)
স্যর এএফ রহমান হলের সহযোগী অধ্যাপক মাহফুজুল হক জানান, ‘‘শাহরিয়ার ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক। আমরা এখন হাসপাতালে রয়েছি এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।’’ এদিকে, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে। ঢাকা মেডিক্যাল পুলিশফাঁড়ির পরিদর্শক মহম্মদ ফারুক ‘প্রথম আলো’কে বলেন, ‘‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে।’’
আরও পড়ুন: Balochistan Liberation Army : পাকিস্তানকে “সন্ত্রাসবাদী রাষ্ট্র” ঘোষণার দাবি বালোচ বিদ্রোহীদের!
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শাহরিয়ারের সহপাঠীরা, ছাত্রনেতা ও রাজনৈতিক নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন (Dhaka University) । তাদের দাবি, এই ধরনের নৃশংস হামলার সঙ্গে রাজনৈতিক বা গ্যাংভিত্তিক সংশ্লিষ্টতা থাকতে পারে, যা তদন্তে খতিয়ে দেখা হবে।
বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে আক্রমণের এই ঘটনা নতুন নয়, কিন্তু শাহরিয়ার আলম সাম্যের মতো তরুণ নেতার এই নির্মম হত্যাকাণ্ডের কারণে অনেকেই উদ্বিগ্ন। পুলিশ আশা করছে, অচিরেই হত্যাকারীকে গ্রেফতার করে পুরো ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।