ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের এই কঠিন সময়ে বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। নিজের কেরিয়ারের দিকে ফিরে তাকালেন না। সব থেকে বেশি গুরুত্ব দিলেন নিজের দেশকে। বিগত কয়েকদিন ধরে বিনোদন দুনিয়ায় অনেকেই ‘দেশ আগে, পরে বিনোদন’ এমনটাই বার্তা দিয়েছেন। এবার সেই দলে সামিল হলেন আলিয়াও। নিলেন বড় পদক্ষেপ । জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন । কী করলেন তিনি?
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যোগদান (Alia Bhatt)
১৩ মে থেকে ২৪মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) চলবে। আর এই কান চলচ্চিত্র উৎসবে একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যোগদান করার কথা ছিল আলিয়ার (Alia Bhatt)। যাবার কথা ছিল ফ্রান্সে। কিন্তু হঠাৎই শোনা যাচ্ছে, তিনি কান চলচ্চিত্র উৎসবে যোগদান করবেন না।
কানে যাওয়া সমীচীন নয় (Alia Bhatt)
সংবাদ মাধ্যমে তাঁর এক ঘনিষ্ঠ বলেন, বর্তমানে ভারত ও পাকিস্তানের যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জেরেই আলিয়া (Alia Bhatt) এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এমন পরিস্থিতিতে কানে যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন অভিনেত্রী। তবে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। পরিস্থিতি শান্ত হলে আলিয়াকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে । কিন্তু এই মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।
অধীর আগ্রহে থাকেন ফ্যাশন-প্রেমীরা
প্রতি বার কান চলচ্চিত্র উৎসবের জন্য ফ্যাশন প্রেমীরা উদ্গ্রীব থাকেন। অধীর আগ্রহে থাকেন অনুরাগীরাও। শোনা গিয়েছিল, এবার আলিয়াকে অন্যরূপে দেখতে পাবেন অনুরাগীরা। সাথে মেয়েও থাকতে পারে। তাই হঠাৎই এমন সিদ্ধান্তে অনুরাগীরা অবাক।
আরও পড়ুন: Jaisalmer Jomjomat: ভয়ঙ্কর চক্রের ফাঁদে সব্যসাচী! ‘জয়সলমীর জমজমাট’ করবে পর্দা ফাঁস
সিদ্ধান্ত বদলের কারণ?
কেনই বা আলিয়া শেষমেশ সিদ্ধান্ত বদল করলেন? অভিনেত্রী মনে করেন, “যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত , ঠিক সেই সময় অন্যদিকে বিনিদ্র পাহারা দিচ্ছে অনেকেই। আর তাঁদের কারণে শান্তিতে আমরা ঘুমোতে পারি। তাঁরা নিজেদের জীবন বাজি রেখেছেন। এটা শুধুমাত্র সাহসিকতা নয় , এক বড় আত্মত্যাগ। প্রতিটি উর্দিধারীর পিছনে একজন মা আছেন। যিনি জানেন তাঁর সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটা রাত কাটাচ্ছেন।” তাই এমন সময় আলিয়া দেশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন। তাঁর এই সিদ্ধান্তে অভিনয়ের পাশাপাশি দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে উঠছে।
আরও পড়ুন: Neel Bhattacharya: নীলের জীবনে নতুন বন্ধু! তৃণা নয়, কার সাথে রয়েছেন অভিনেতা?
কানে ঐশ্বর্যা
ইতিমধ্যে মেট গালায় আকর্ষণীয় পোশাকে ধরা দিয়েছিলেন আলিয়া, তাই কান চলচ্চিত্র উৎসবে তাঁকে নতুন রূপে দেখবে বলে আশা করেছিলেন তাঁর ভক্তরা। অন্যদিকে ঐশ্বর্যা রাইও প্রতিবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগদান করছেন। সাথে মেয়েও থাকতে পারে। তবে কান চলচ্চিত্র উদ্বোধনী উৎসবে আলিয়াকে না দেখা গেলেও, ১১ দিন ব্যাপী অনুষ্ঠানে যোগদান করলেও করতে পারেন বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠ মহল।