ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাফল্য এসেছে অপারেশন সিঁদুর অভিযানে। দেশজুড়ে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য উদযাপন বিজেপির। মঙ্গলবার থেকে ১১ দিনের ‘তেরঙ্গা যাত্রা’ শুরু পদ্মশিবিরের (Tiranga Yatra)। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রীরা। শুক্রবার তেরঙ্গা হাতে পথে নামবে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
‘তেরঙ্গা যাত্রা’ পদ্মশিবিরের (Tiranga Yatra)
পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এর সফল অভিযানের পর দেশজুড়ে ‘তেরঙ্গা যাত্রা’ কর্মসূচি শুরু বিজেপি। দেশের বিভিন্ন প্রান্তে শুরু তেরঙ্গা হাতে মিছিল। সেনাবাহিনীর ‘বীরত্বপূর্ণ জবাব’-কে সম্মান জানিয়ে এই যাত্রায় জাতীয় পতাকা হাতে পথে নামেন বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গেও অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন ‘তেরঙ্গা যাত্রা’ (Tiranga Yatra) করবে পদ্মশিবির।
আরও পড়ুন: Security Of S Jaishankar : বাড়ানো হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা! কেন এই সিদ্ধান্ত ?
তেরঙ্গা হাতে পথে নামবে বঙ্গ বিজেপি নেতৃত্বও (Tiranga Yatra)। ১৬ তারিখ অর্থাৎ শুক্রবার কলেজ স্ট্রীট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে রাজ্য বিজেপি। এই মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ সব বিধায়ক, সাংসদরা। নির্দিষ্ট স্লোগানে মুখরিত হবে এই মিছিল।

আরও পড়ুন: BSF Soldier Released: অবশেষে দেশে ফিরলেন BSF জাওয়ান, পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণমকুমার সাউ
শুধুমাত্র অপারেশন সিঁদুর নয় একইসঙ্গে অপারেশন কেল্লার ও পূর্ণমকুমার সাউকে মুক্তিতেও জয় ভারতের, ভারতীয় সেনার। সেই আনন্দও উদযাপন বিজেপি এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে চায়। তবে এই ঘটনা তাদের ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে এখন এটাই দেখার।