ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপার্সন নিযুক্ত হলেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব অজয় কুমার (UPSC) । বিদায়ী চেয়ারপার্সন প্রীতি সূদনের স্থলাভিষিক্ত হলেন তিনি। ১৯৮৫ সালের ব্যাচের আইএএস অফিসার অজয় কুমার আগামী ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
অজয় কুমারের নিয়োগ (UPSC)
অজয় কুমারের নাম প্রস্তাব করে ইউপিএসসি (UPSC) সচিবকে চিঠি দিয়েছিলেন অতিরিক্ত সচিব। এই প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সিলমোহরের পর নিশ্চিত হয়েছে অজয়ের নিয়োগ। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, অথবা ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত এই পদে বহাল থাকবেন অজয় কুমার। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রাষ্ট্রপতি ভারতের সংবিধানের ৩১৬ (১) অনুচ্ছেদের অধীনে ডঃ অজয় কুমারকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত।’
অজয় কুমার কে? (UPSC)
অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অজয় কুমার এখন ইউপিএসসির চেয়ারপার্সনের দায়িত্ব নেবেন। ১৯৮৫ সালের ব্যাচের একজন আইএএস অফিসার তিনি। কেরল ক্যাডারে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন ছাত্র অজয় কুমার।
আরও পড়ুন: Air Marshal AK Bharti: ‘আমার ছেলে দেশপ্রেমের কাজই করছে!’ এয়ার মার্শাল একে ভারতীর সাফল্যে গর্বিত মা
তারপর মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে পিএইচডি সম্পন্ন করেন। বিভিন্ন বিভাগে কাজ করার পরে ২০২২ সালে প্রতিরক্ষা সচিবের পদ থেকে অবসর নেন তিনি। প্রতিরক্ষা সচিব থাকাকালীন, সরকার ২০২০ সালে চিফ অফ ডিফেন্স স্টাফের পদ তৈরি করে এবং ২০২২ সালে অগ্নিবীর প্রকল্প চালু করে।
আরও পড়ুন: CJI B R Gavai: নোটবন্দি মামলার গুরুত্বপূর্ণ রায়! শপথ নিলেন দেশের প্রধান বিচারপতি গাভাই
ইউপিএসসি বিতর্ক (UPSC)
অজয় কুমারের আগে ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহাল ছিলেন প্রীতি সূদন। পূর্ববর্তী চেয়ারপার্সন মনোজ সোনি আচমকা ইস্তফা দেওয়ার পর প্রীতিকে ওই দায়িত্ব দেওয়া হয়। গত বছর দেশের এক শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে পরীক্ষায় দুর্নীতির আশ্রয় নিয়ে আইএএস হওয়ার অভিযোগ ওঠার দিন কয়েকের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দেন মনোজ। সূত্রের খবর, মনোজের ইস্তফার সঙ্গে ইউপিএসসিতে নিয়োগে গাফিলতির কোনও সম্পর্ক নেই। কিন্তু সেই মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন মনোজ।