ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মাঝে এক স্বস্তিদায়ক খবর দিল আন্তর্জাতিক পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের কোনও পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনও প্রমাণ মেলেনি (India Pakistan Tensions)।
কিরানা পাহাড়ে গুজব, বাস্তবে নিশ্চয়তা চাইল ভারত (India Pakistan Tensions)
সম্প্রতি সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কিরানা পাহাড়ে গোপনে রাখা হয়েছে পরমাণু অস্ত্র, এবং ভারতের বায়ুসেনা সেখানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে (India Pakistan Tensions)। যদিও ভারতের পক্ষ থেকে এর কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এই গুজবের আবহেই ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস আইএইএ-র কাছে পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। IAEA-র মুখপাত্র সেই প্রশ্নের উত্তরে বলেন, “আমাদের কাছে যা তথ্য রয়েছে, তাতে বলা যায়— পাকিস্তানের কোনও পারমাণবিক ভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি।”
কেন গুরুত্বপূর্ণ এই ঘোষণা? (India Pakistan Tensions)
ভারত ও পাকিস্তান— উভয়ই পরমাণু শক্তিধর দেশ। সীমান্তে উত্তেজনা যখন চরমে, তখন এই দুই দেশের মধ্যে যেকোনও সংঘাত বিশ্বের কাছে আশঙ্কার কারণ (India Pakistan Tensions)। কারণ, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশাল এলাকায়— জীববৈচিত্র্য, কৃষি, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই IAEA-র এই ঘোষণা আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও চিন্তা কমাতে সহায়ক হলো।

আরও পড়ুন: India Pakistan Tensions : কাশ্মীর নিয়ে ফের আলোচনা চাইল পাকিস্তান! ভারতকে আহব্বান পাক প্রধানমন্ত্রীর
পাকিস্তানের পরমাণু অস্ত্র দায়িত্বজ্ঞানহীন হাতেই (India Pakistan Tensions)
যদিও আন্তর্জাতিক স্তরে স্বস্তির সুর শোনা গেলেও, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। কাশ্মীরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার প্রশ্ন গোটা বিশ্বের কাছে— এমন এক দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত পরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র কি নিরাপদ?” তিনি আরও দাবি করেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র IAEA-র সরাসরি নজরদারির আওতায় আনা উচিত।

আরও পড়ুন: IMF Loan For Bangladesh : আইএমএফ- থেকে ঋণ পাচ্ছে বাংলাদেশ! ১৩০ কোটি ডলার ঋণ পেতে আশাবাদী ইউনূস সরকার
IAEA কী করে? (India Pakistan Tensions)
২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দফতর ভিয়েনা, অস্ট্রিয়ায় (India Pakistan Tensions)। তারা বিশ্বের যেকোনও প্রান্তে তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে কি না, পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে কি না, সেই বিষয়ে নজরদারি চালায়। একই সঙ্গে, সন্দেহজনক ক্ষেত্রগুলিতে তথ্য যাচাই, সমন্বয় এবং পরামর্শমূলক ভূমিকা পালন করে। কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন চলছেই। এই প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যে কতটা বাস্তব, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। IAEA-র সাম্প্রতিক আশ্বাস কিছুটা স্বস্তি দিলেও, বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক স্তরে উদ্যোগ এখন জরুরি। বিশ্ব আশা করছে— যুদ্ধ নয়, শান্তির আলোচনাই হবে পরবর্তী পদক্ষেপ।