ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। গতকাল অর্থাৎ ১৬ই মে তিনি পা রাখলেন ৩৭ এ। ভিকির জন্মদিনে স্ত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এক মিষ্টি বার্তা শেয়ার করলেন ইনস্টাগ্রামে। কী বললেন বার্তায়? ভিকির (Vicky Kaushal) জন্মদিনে কে কে শুভেচ্ছা বার্তা পাঠালেন? ভিকির জন্মদিনই বা কেমন কাটল?
পাঞ্জাবি হিন্দু পরিবারের ছেলে (Vicky Kaushal)
বলিউডের খ্যাতনামা অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ১৯৮৮ সালে ১৬ মে মুম্বাইয়ের এক পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম নেন। তিনি কোনও ধনী পরিবার থেকে উঠে আসেননি। সে সময় মুম্বাইয়ে দশ বাই দশ ছোট্ট ঘরে থাকত কৌশল পরিবার। ২০২৫ সালে ১৬ মে অভিনেতা ভিকি ৩৭ বছরে পা রাখলেন। অভিনেতার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা।
সেলেবদের শুভেচ্ছা বার্তা (Vicky Kaushal)
ক্যাটরিনা কাইফ ও ভিকির তোলা ক্লোজ আপ একটি সেলফি পোস্ট করেন ক্যাটরিনা। সাথে ক্যাপশনে দেন, “শুভ ভিকি দিবস”। সাথে জন্মদিনের কেকের ইমোজি সহ হাসিমুখ। পোস্টটি দেখেই ভক্তরা নানা কমেন্টে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। এমনকি বাদ পড়েননি তারকারাও। প্রীতি জিন্টা থেকে করিনা কাপুর সকলেই তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। জোয়া আখতার (Zoya Akhtar) লিখেছেন ‘ হ্যাপি বি ভিকি’। ভিকির ভাই সানি কৌশল (Sunny Kaushal) লিখেছেন, ‘কিউটস’। মিনি মাথুর বলেছেন, “শুভ শুভ আমাদের ভিকি”। আবার প্রীতি জিন্টা। (Preity Zinta) লিখেছেন, “শুভ জন্মদিন ভিকি”।
আরও পড়ুন: Koushani Mukherjee Birthday: হবু শ্বশুরবাড়িতে কৌশানীর যত্ন কেমন? জন্মদিনেই ফাঁস সিক্রেট
সমুদ্র সৈকতে পাশাপাশি বাবা-ছেলে
এই দিন ভিকির বাবা শ্যাম কৌশল (Sham Kaushal) একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, ভিকি ও তাঁর বাবা সমুদ্র সৈকতে পাশাপাশি হেঁটে যাচ্ছেন আর হাসছেন। ক্যাপশনে লেখেন, “নিজের বাবাকে ছাপিয়ে যখন কোনও ছেলে এগিয়ে যায়। তখন সেই বাবাই হয় পৃথিবীর সবথেকে সুখী মানুষ । তোমাকে ভালোবাসি পুত্তর (ছেলে)। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে আমার ছেলে হিসাবে পেয়ে আমি গর্বিত ও ধন্য।”
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: সামান্থার জীবনে নতুন প্রেম! বিয়ের আগেই একত্রবাসের ইচ্ছা?
অভিনয়ে সাফল্য
সম্প্রতি ভিকি কৌশল ‘ ছাবা ‘ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। এ ছাড়াও সঞ্জয়ের লীলা বানসালির আসন্ন ছবি ‘ লাভ আন্ড ওয়ার’ এ আলিয়া ভাট ও রণবীরের সাথে দেখা যাবে ভিকিকে।২০২৪ সালে ছবিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। এই মুহূর্তে ভিকি এখন ভীষণ ব্যস্ত। হাতে একের পর এক কাজ। সম্প্রতি বক্স অফিসে ছাবা বেশি ভালোই ব্যবসা করেছে। তবে বলিউডে কবে ক্যাটরিনা কামব্যাক করবেন তা নিয়ে রয়েছে প্রচুর সংশয়। বলিউডের অন্দরের গুঞ্জন বলছে, ক্যাটরিনা কাইফ আপাতত সংসারে মন দিয়েছেন।