ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনোদনের এক অন্যতম মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম (Darshoo)। মানুষের হাতে এখন সময় খুবই কম। তাই যখন ইচ্ছা যেখানে খুশি দেখে নেওয়া যেতে পারে ওটিটি প্ল্যাটফর্মে প্রিয় সিরিজ গুলো। আর ওটিটি সিরিজে থাকে টানটান উত্তেজনা। তেমনই ‘দরশু’ (Darshoo) বলে আরও একটি ওটিটি লঞ্চ হয়েছে। লঞ্চের দিন অনুষ্ঠানে ছিল রীতিমত চাঁদের হাট। ‘ওটিটি’ হল ওভার দ্যা টপ- এর সংক্ষিপ্ত রূপ। ওটিটির মাধ্যমে প্রোগ্রামগুলি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাওয়া যায়। এখানে কোনও কেবল বা স্যাটেলাইটে সংযোগের দরকার হয় না। তেমনি দরশু ওটিটি হল একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে বিনোদন মূলক কনটেন্ট যেমন সিনেমা, ওয়েব সিরিজ ও অন্যান্য প্রোগ্রাম সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেখা যাবে।
ওটিটি দরশুর উদ্বোধন (Darshoo)
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল ওটিটি প্ল্যাটফর্ম দরশু (Darshoo)। ওটিটি দরশু উদ্বোধন করলেন দরশু কর্ণধার রচনা সুমন সাউ ও সুমিত সেনগুপ্ত। বিভিন্ন ভাষায় এখানে নানান কনটেন্ট দেখতে পাওয়া যাবে। অহমিয়া, হিন্দি, বাংলা তিনটি ভাষার কনটেন্ট দেখার সুযোগ রয়েছে এখানে । যা কলকাতায় প্রথম লঞ্চ হল। আর বাংলা ওটিটি প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয় । তাই নতুন ওটিটি দরশু শুরু হওয়ায় খুশি দর্শকরা। এখানে অন্যান্য ভাষার ছবি ও সিরিজ বাংলায় ডাব করে দেখানো হবে। আবার বাংলা কনটেন্টও অন্য ভাষায় ডাব করে দেখানো হবে।
দরশুর উদ্বোধনে চাঁদেরহাট (Darshoo)
দরশুর (Darshoo) উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছিলেন অনেকেই। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন কৌশিক গাঙ্গুলী আর রাজ চক্রবর্তী। এই দিন উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলী, রাজ চক্রবর্তী , দর্শনা বণিক, তৃণা সাহা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ,সৃজিত মুখোপাধ্যায় সহ টলিউডের বহু তারকা। এছাড়াও উপস্থিত ছিলেন বিবৃতি, স্বস্তিকা দত্ত।
আরও পড়ুন: Raghu Dakat: গভীর জঙ্গলে কী করছেন দেব-ইধিকা? ফাঁস রঘু ডাকাতের দৃশ্য!
জমজমাট র্যাম্প শো
এই অনুষ্ঠানে একটি র্যাম্প শো’য়ের আয়োজন করা হয়েছিল। এখানে অভিনেত্রী নুসরত জাহানকে অপূর্ব ডিজাইনার পোশাকে দেখা যায়। এছাড়াও বহু অভিনেত্রী র্যাম্পে হাঁটেন। বলা যেতে পারে, যাঁরা মূলত ওটিটি প্রিয় কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বিনোদনমূলক কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাদের কাছে অত্যন্ত সুখবর। তাই বলাই যায়, তাঁদের কাছে নতুন দিগন্ত খুলতে চলেছে। এখন সাবস্ক্রিপশন কত হবে, কিংবা কি কি কনটেন্ট দেখা যাবে, তা জানতে দরশু থেকে ঘুরে আসতে হবে।
আরও পড়ুন: Vicky Kaushal: ভিকিকে আড়াল করে মুখ লুকাচ্ছেন ক্যাটরিনা! কী বোঝাতে চাইলেন?
অন্যান্য ওটিটিকে টেক্কা
টলি তারকাদের হাত ধরেই শুভারম্ভ হয়েছে এই ওটিটির। স্বাভাবিকভাবেই এই নতুন প্ল্যাটফর্ম যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলোকে টেক্কা দিতে আসছে, তা বলাই বাহুল্য। থাকবে একগুচ্ছ সিরিজ থেকে শুরু করে ভিন্ন ধারার গল্প। যার মধ্যে ইতিমধ্যেই শোনা গিয়েছে রহস্য রোমাঞ্চে ঘেরা সিরিজ আলাউদ্দিনের নোটবুকের কথা। এই গল্পের মুখ্য ভূমিকায় রয়েছেন দেবলীনা দত্ত এবং আরিয়ান ভৌমিক। আলাউদ্দিন চরিত্রে অভিনয় করছেন আরিয়ান। অপরদিকে দেবলীনা রয়েছেন মহিলা ডিটেকটিভ মিস কে’র চরিত্রে।