ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এমন একটি টিভি অনুষ্ঠানের (Reality Show for Immigrants) কথা বিবেচনা করছে যেখানে অভিবাসীদের মার্কিন নাগরিকত্বের জন্য প্রতিযোগিতা করার জন্য একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে।
নতুন পরিকল্পনা হোমল্যান্ড সিকিউরিটির (Reality Show for Immigrants)
ভাবুন এমন এক রিয়্যালিটি শো, যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা একসঙ্গে একটা বাড়িতে থাকছেন (Reality Show for Immigrants)। তাঁদেরকে বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিতে হচ্ছে – দেশপ্রেম, আমেরিকান ঐতিহ্য ও সংস্কৃতির উপর ভিত্তি করে। আর শেষ পর্যন্ত যিনি জিতবেন, তাঁর জন্য পুরস্কার – বহু কাঙ্ক্ষিত মার্কিন নাগরিকত্ব! শুনতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের ভার্সনের ‘বিগ বস’-এর মতো মনে হচ্ছে? হতে পারে খুব শীঘ্রই এটাই বাস্তবে রূপ নিতে চলেছে।
নাগরিকত্ব পেতে প্রতিযোগিতা! (Reality Show for Immigrants)
হোমল্যান্ড সিকিউরিটি দফতর এমন একটি টেলিভিশন শো (Reality Show for Immigrants) করার কথা ভাবছে, যেখানে অভিবাসীদের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে, এবং তার মাধ্যমেই তাঁরা নাগরিকত্বের জন্য প্রতিযোগিতা করবেন। এই পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানিয়েছেন, এমন “আউট অফ দ্য বক্স” ভাবনা, বিশেষ করে যেগুলি “আমেরিকান হওয়ার মানে কী” সেটা উদযাপন করে, তা সব সময় তাদের অগ্রাধিকারে থাকে।
‘দ্য আমেরিকান’ – ভাবনার নেপথ্যে এক প্রযোজক অভিবাসী
এই ধারনাটির নাম ‘The American’। এটি পিচ করেছেন রিয়্যালিটি টিভি প্রযোজক রব ওয়ারসফ (Reality Show for Immigrants), যিনি ‘Duck Dynasty’ আর ‘The Millionaire Matchmaker’-এর মতো শো বানিয়েছেন। ওয়ারসফ নিজেও একজন কানাডিয়ান অভিবাসী। তিনি জানিয়েছেন, নিজের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময়েই এই ধারণা তাঁর মাথায় আসে। ওয়ারসফ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটা খারাপভাবে করা হবে না। বরং ‘The American’ এমন এক উদযাপন, যা আমেরিকান হওয়ার গৌরব এবং তাৎপর্য তুলে ধরবে – এমন এক সময়ে যখন জাতীয় মনোবল একদম নিচে নেমে গেছে।”
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও নতুন প্রস্তাব
দ্বিতীয় দফার প্রেসিডেন্সিতে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ২,৭১,০০০ জনকে মার্কিন মাটি থেকে বহিষ্কার করা হয়েছে – যা গত এক দশকে সর্বোচ্চ। এই মাসের শুরুতেই ট্রাম্প প্রশাসন একটি নতুন স্বেচ্ছা-প্রস্থান প্রকল্প শুরু করেছে, যেখানে যারা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে রাজি, তাদের বিমান টিকিট ও ১,০০০ ডলার করে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, “ভালো” মানুষদের আবার আইনিভাবে ফিরিয়ে আনা হবে।
এই শো কীভাবে চলবে?
হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানিয়েছেন, যদি এই শো বাস্তবায়িত হয়, তবে সেটি হবে “আমেরিকান হওয়ার এক উৎসব।” তিনি বলেন, “নাগরিক কর্তব্য পুনরুজ্জীবিত করা এখন খুবই জরুরি।” এই প্রস্তাবটি বর্তমানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম পর্যালোচনা করছেন।
ওয়ারসফের প্রস্তাবিত শো-র ফর্ম্যাট অনুযায়ী, অভিবাসীরা গোটা আমেরিকা ঘুরে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যগত চ্যালেঞ্জে অংশ নেবেন। যেমন সান ফ্রান্সিসকোর সোনার খনি থেকে সোনা সংগ্রহ করা, বা কে আগে একটি রকেট বানাতে পারে সেই প্রতিযোগিতা। অন্যান্য টাস্কে থাকতে পারে ডেট্রয়েটে মডেল টি গাড়ি অ্যাসেম্বল করা, বা কানসাসে ঘোড়ার পিঠে চড়ে চিঠি পৌঁছে দেওয়া। এছাড়া সাধারণ জ্ঞান ও নাগরিক দায়িত্ব সম্পর্কেও চ্যালেঞ্জ থাকবে।
ওয়ারসফ বলেন, “আমরা যেন আবার গর্ব করে বলি – আমেরিকান হওয়া একটা গৌরবের ব্যাপার।” তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যারা শো-তে হেরে যাবেন, তাদের কোনও শাস্তি দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, “বাকিদের গল্প আমরা জানব, তাঁদের মুখ চিনব, তাঁদের ভালবাসব। হয়তো কারও একটা চাকরি জুটে যাবে এই সুযোগ থেকে।”
এমন ভাবনার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আগেও ছিল
ট্রাম্প এরকম অদ্ভুত সিদ্ধান্তের সঙ্গে আগেও যুক্ত ছিলেন। ২০১৭ সালে, প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম দফার সময়, তিনি ডকুমেন্টারি নির্মাতাদের মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর কাজকর্ম শুট করার অনুমতি দেন। সেই থেকেই তৈরি হয়েছিল ‘Immigration Nation’ নামের শো।
‘The American’ যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে অভিবাসন নীতি ও নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় এক নতুন অধ্যায় যুক্ত হবে – যেটা বাস্তব নাকি কল্পনা, তা বোঝা কঠিন হবে দর্শকের জন্যও।