ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালেই হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাঁশবাগান এলাকা। বিস্ফোরণটি ঘটে একটি বহুতল আবাসনের ভিতরে (Titagarh Blast)। এই ঘটনার জেরে একাধিক বাড়ির ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহুতলের একটি দেওয়াল, পাশের টালির ছাদ উড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে।
ঘটনার তীব্রতায় এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের একটি দল। আপাতত ওই বহুতল খালি করে দেওয়া হয়েছে এবং চারপাশ ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ঘটনাস্থল: ঘনবসতিপূর্ণ বাঁশবাগান এলাকার ৪ নম্বর ওয়ার্ড (Titagarh Blast)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণস্থল টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁশবাগান এলাকা। এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল। যেখানে বিস্ফোরণটি (Titagarh Blast) ঘটেছে, সেটি একটি চারতলা আবাসন। ভবনটির নিচতলার অংশটি স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল ভাড়া নিয়েছিলেন। চাবিও ছিল তাঁর কাছেই।
আরও পড়ুন: Bagbazar : খাস কলকাতায় রহস্যময় মৃত্যু, বাগবাজারে নির্মীয়মান বহুতলে উদ্ধার অগ্নিদগ্ধ দেহ
ঘটনার কেন্দ্রে রয়েছে ওই ভবনের চতুর্থ তলা। জানা গিয়েছে, এই ঘরটি অনিল গুপ্তা নামে এক ব্যক্তির নামে ভাড়া দেওয়া হয়েছিল। বিস্ফোরণের সময় ঘরটি ফাঁকা থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
বিস্ফোরণের উৎস কী? উঠছে একাধিক প্রশ্ন (Titagarh Blast)
পুলিশ সূত্রে খবর, ওই ঘরের ভিতর একটি ক্যারাম বোর্ড পাওয়া গিয়েছে। ফলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ঘরে সাধারণত ক্যারাম খেলা ও আড্ডা চলত। কেউ নিয়মিত থাকতেন না।
এখন প্রশ্ন উঠছে, ফাঁকা ঘরে কীভাবে এত শক্তিশালী বিস্ফোরণ (Titagarh Blast) ঘটল? ঘরে কি আগে থেকে বিস্ফোরক বা বোমা মজুত ছিল? নাকি অন্য কোনো কারণ আছে এই বিস্ফোরণের নেপথ্যে? সব দিক খতিয়ে দেখছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।
তদন্তকারীরা কাউন্সিলর আরমান মণ্ডলের ভূমিকাও খতিয়ে দেখছেন। কেন তাঁর ভাড়ানো বাড়িতে এমন ঘটনা ঘটল? চাবি কীভাবে অন্যের হাতে গেল? সবদিক থেকেই শুরু হয়েছে জেরা।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আতঙ্কে স্থানীয়রা (Titagarh Blast)
এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। একাধিক পরিবার এখন ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় এমন বিস্ফোরণ কীভাবে সম্ভব?
পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবু আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের মনে।
বর্তমানে ওই বহুতল ঘিরে রেখেছে পুলিশ। তদন্ত চলছে বিস্ফোরণের আসল কারণ খুঁজে বের করতে (Titagarh Blast)। এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে জিজ্ঞাসাবাদে। প্রশাসনের দাবি, খুব শীঘ্রই সামনে আসবে বিস্ফোরণের নেপথ্যের আসল কারণ।