ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা পুলিশের যৌথ অভিযানে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে গেল। হায়দরাবাদে বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ। তদন্তে উঠে এসেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর যোগসূত্রের ইঙ্গিত।
ধৃতদের পরিচয় ও জঙ্গি সংযোগ (Terrorist Arrest in Hyderabad)
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দু’জনের নাম সিরাজ-উর-রহমান (বয়স ২৯) এবং সইদ সমীর (বয়স ২৮)। তদন্তকারীদের দাবি, এই দুই ব্যক্তি সৌদি আরব ভিত্তিক আইএস মডিউলের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁরা দীর্ঘদিন ধরেই ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক কষছিলেন বলে অনুমান।
আরও পড়ুন: Titagarh Blast: শৌচালয়ে মজুত ছিল বোমা! তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়
কীভাবে ফাঁস হল পরিকল্পনা? (Terrorist Arrest in Hyderabad)
গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে গ্রেফতার করা হয় সিরাজ-উর-রহমানকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হায়দরাবাদ শহর থেকে ধরা হয় দ্বিতীয় অভিযুক্ত সইদ সমীরকে। জেরার মুখে দু’জনেই হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
উদ্ধার বিস্ফোরক, কোথায় হতে পারত হামলা? (Terrorist Arrest in Hyderabad)
ধৃতদের কাছ থেকে অ্যামোনিয়া, সালফার ও অ্যালুমিনিয়াম পাউডারের মতো একাধিক বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হায়দরাবাদ শহরেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কোন জায়গায় বিস্ফোরণ করার ছক কষা হয়েছিল, তা নিয়ে চলছে তদন্ত।
শহর জুড়ে সতর্কতা (Terrorist Arrest in Hyderabad)
এই ঘটনার পরে হায়দরাবাদ শহরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। পুলিশের তরফে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন চলাফেরার সময়ে অতিরিক্ত সতর্ক থাকেন এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন: Jyoti Malhotra: পাকিস্তানি গুপ্তচর সংস্থার নজরে হরিয়ানার শহর
উল্লেখ্য, কিছুদিন আগেই ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তার পর থেকেই গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে পাল্টা আঘাত হানে। পরিস্থিতি উত্তপ্ত হলেও ১০ মে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। ঠিক তার মাঝেই হায়দরাবাদে এই নতুন জঙ্গি পরিকল্পনা সামনে আসায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশে।
ভারতের মাটিতে জঙ্গি হামলার পরিকল্পনা যে এখনও থেমে নেই, তা আবারও প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। তবে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা পুলিশের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে (Terrorist Arrest in Hyderabad)। ধৃতদের বিরুদ্ধে UAPA-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্তে আরও বড় চক্রান্ত সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।