ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া (Nusraat Faria)। তিনি বাংলাদেশ (Bangladesh) ও ভারতের (India) বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন। তাছাড়া তিনি মডেলিং ও সঞ্চালনায় সক্রিয়। তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন। থাইল্যান্ড যাবার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁকে পাঠানো হল কারাগারে।
কোন মামলায় গ্রেফতার? (Nusraat Faria)
মূলত অভিনেত্রীর (Nusraat Faria) বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গত বছর বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় অভিনেত্রীকে আসামি করা হয়।
‘বিব্রতকর ঘটনা’ (Nusraat Faria)
বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্রে অভিনেত্রী নুসরাতের (Nusraat Faria) বড়পর্দায় অভিষেক হয়। ২০২৩ সালে পরিচালিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরয়ার ফারুকীর বক্তব্য, “আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রকের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি ইন্ডাস্ট্রি মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল।”
আইনি প্রতিকার!
এ বিষয়ে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার আরও মতামত, সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগেই গ্রেফতারের কোনও উদ্যোগ নেওয়ার বিষয় তার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। তিনি বিশ্বাস করেন, ফারিয়া আইনি প্রতিকার পাবেন। আর এই ধরনের ঢালাও মামলাকে তারা আরও সংবেদনশীল ভাবে হ্যান্ডেল করতে পারবেন।
আরও পড়ুন: Darshoo: টলি তারকাদের হাত ধরে হাজির ‘দরশু’ ! ওটিটি প্ল্যাটফর্মে জোর টক্কর?
টলিউডেও জনপ্রিয়
নুসরাত ফারিয়া বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী হলেও, ঢালিউড এবং টলিউড দুই চলচ্চিত্র দুনিয়ায় তিনি কাজ করেছেন। একাধারে যেমন অভিনেত্রী তেমনই মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি হিসেবেও কাজ করতে দেখা গিয়েছে। ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনায় আশিকী ছবিতে কাজের জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। নুসরাতের জন্ম ১৯৯৩ সালে চট্টগ্রামে। দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায়, শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসে। ২০২১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অভিনেত্রী আইনে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন।