ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাস শেষে পকেট প্রায় ফাঁকা! এমন পরিস্থিতির সম্মুখীন হননি, এমন মানুষ আজকাল খুঁজে পাওয়া কঠিন। দৈনন্দিন ছোটখাটো খরচই আমাদের মাসিক বাজেটকে গুবলেট করে দেয়। অথচ চাইলে ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে আপনি মাসে অন্তত ২০০০-৫০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন—তাও বাড়তি ঝামেলা ছাড়াই! জেনে নিন টাকা বাঁচানোর ৭টি কার্যকরী কৌশল।
১. বাজার করার আগে তৈরিই করুন ‘স্মার্ট লিস্ট’ (Household Tips)
বিনা তালিকায় বাজার করতে গেলে অপ্রয়োজনীয় জিনিস কেনার সম্ভাবনা অনেক বেশি। বাজারে যাওয়ার আগে সপ্তাহের প্রয়োজন অনুযায়ী একটি লিস্ট করে ফেলুন। এতে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়।
২. মাসের শুরুতেই নির্ধারণ করুন বাজেট (Household Tips)
মাসের শুরুতেই প্রতিটি বিভাগের জন্য আলাদা বাজেট ঠিক করুন—খাবার, যাতায়াত, বিনোদন, জরুরি খরচ ইত্যাদি। এরপর সেই বাজেটের বাইরে বের না হওয়াই চ্যালেঞ্জ!
আরও পড়ুন: Sleeping with Wet Hair: রাতে ভেজা চুলে ঘুমোনোর অভ্যাস? এখনই ত্যাগ করুন, নইলে বাড়তে পারে বিপদ
৩. ঘরেই রান্না করুন বেশি দিন (Household Tips)
রোজ রোজ বাইরের খাবার শুধু স্বাস্থ্যহানিকরই নয়, পকেটের উপরও চাপ ফেলে। চেষ্টা করুন অফিসে লাঞ্চ নিয়ে যাওয়ার, এবং সপ্তাহে অন্তত ৫ দিন বাড়ির রান্না খাওয়ার।
৪. ইলেকট্রিসিটি বিল কমানোর চেষ্টা করুন (Household Tips)
ফ্যান-লাইট অপ্রয়োজনে বন্ধ রাখুন, LED বাল্ব ব্যবহার করুন, এবং রেফ্রিজারেটরের দরজা বারবার খুলবেন না। এতে মাসিক বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে।

৫. অনলাইন শপিং-এ ‘স্মার্ট ওয়েটিং’ করুন (Household Tips)
প্রয়োজন না হলে impulsive online shopping এ বিরত থাকুন। যে জিনিস কিনতে মন চাইছে, সেটি cart-এ রেখে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। দেখা যাবে, প্রয়োজনীয়তা কমে গেছে!
৬. ফ্রি বা ডিসকাউন্টেড সাবস্ক্রিপশন খুঁজুন (Household Tips)
OTT, মোবাইল প্ল্যান, ইন্টারনেট—সব জায়গায়ই অফার খোঁজার অভ্যাস গড়ুন। অনেকসময় একই পরিষেবা কম দামে পাওয়া যায়।
আরও পড়ুন: Weekly Horoscope: কর্মজীবন, ব্যবসা, সম্পর্কে নতুন সুযোগ! সাফল্যের তালিকায় কার নাম?
৭. ছোট ছোট সঞ্চয় রাখুন ‘ডিজিটাল গুলকিতে’ (Household Tips)
UPI-ভিত্তিক ডিজিটাল ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাপে অটো-সেভ ফিচার ব্যবহার করুন। প্রতিদিন ২০-৩০ টাকা সেভ করলে মাস শেষে ভালো পরিমাণ জমে যাবে।

অর্থ সঞ্চয়ের জন্য বিশাল ইনকাম প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সচেতনতা ও কৌশল। উপরের ঘরোয়া নিয়মগুলি মেনে চললে মাসের শেষে কিছু টাকা হাতে থাকা নিশ্চিত। আজ থেকেই শুরু করুন সেভিংসের যাত্রা—আপনার ভবিষ্যৎ আপনাকেই গড়ে তুলতে হবে।