ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যানসার আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। মারণ রোগ ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে। জানা গিয়েছে, বাইডেনের প্রস্টেট ক্যানসার থাকলেও সেটা ছড়িয়ে পড়েছে শরীরের সমস্ত হাড়ে। রোগ অত্যন্ত ‘আক্রমণাত্মক’ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়।এর আগে ত্বকের ক্যানসার হয়েছিল বাইডেনের। তবে সেবার অস্ত্রোপচার করে তা সারিয়ে তোলা হয়।
জো বাইডেনের দফতরের বিবৃতি (PM Modi)
জো বাইডেনের দফতরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, মূত্রত্যাগে কিছু সমস্যা দেখা দিয়েছিল তাঁর(PM Modi)। তারপরেই একটি প্রস্টেট নডিউল পাওয়া যায় বাইডেনের দেহে। আপাতত বাইডেনের দেহে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কীভাবে আরও উন্নতমানের চিকিৎসা করানো যায়, আপাতত সেই নিয়ে আলোচনা করছে বাইডেন পরিবার। প্রোস্টেট ক্যানসারের তীব্রতা গ্লিসন স্কোর দ্বারা নির্ধারিত হয়।জানা গিয়েছে, গ্লিসন স্কোরের নিরিখে ৯-এ পৌঁছে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ক্যানসার। মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, এই স্কোর ১০ হলেই তা অত্যন্ত গুরুতর।
প্রধানমন্ত্রী মোদীর উদ্বেগ প্রকাশ (PM Modi)
৮২ বছর বয়সি বাইডেন চলতি বছরের শুরুতে পদত্যাগের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় হয়ে আছেন (PM Modi)। সোমবার এক্স বার্তায় বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ‘জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমার প্রার্থনা এবং শুভেচ্ছা ডঃ জিল বাইডেন এবং সমগ্র পরিবারের সঙ্গে রয়েছে।’ বিশ্ব নেতারাও বাইডেনের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন এবং তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।
আরও পড়ুন- Israel: ‘গাজায় সীমিত পরিমাণ খাদ্য সরবরাহ!’ হামাসকে নির্মূলে নয়া কৌশল ইজরায়েলের
মার্কিন নেতাদের দুঃখ প্রকাশ (PM Modi)
জো বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানতেই দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(PM Modi)। ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘মেলানিয়া এবং আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আমরা জিল এবং গোটা বাইডেন পরিবারের পাশে রয়েছি। আশা করি জো দ্রুত সুস্থ হয়ে উঠবে, পুরোপুরি সেরে উঠবে।’ অন্যদিকে প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স বার্তায় বলেন, ‘জো একজন যোদ্ধা।’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পুরনো রোগ (PM Modi)
২০২৩ সালে ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাইডেনের। তবে সেবার অস্ত্রোপচার করে সেরে উঠেছিলেন তিনি(PM Modi)।সে সময় নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সময়ে বাইডেনের ত্বকে ক্যানসার শনাক্ত করেন চিকিৎসক। তখন জানা গিয়েছিল, বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে ফেলা হয়েছে। বায়োপসির পরে ওই ক্ষতে ইতিমধ্যেই প্রলেপ পড়ে গিয়েছে। তাই এ নিয়ে আর চিকিৎসার প্রয়োজন নেই। প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যানসার আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল বাইডেনের পুত্রের। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দেহেই ছড়িয়ে পড়েছে ক্যানসার।