ট্রাইব টিভি বাংলা : উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদে নিয়োগের মামলায় (SSC Case) বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসু অতিরিক্ত শূন্য পদে নিয়োগের ওপর স্থগিতাদেশের যে নির্দেশ দিয়েছিলেন তাই বহাল রাখল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনও নিয়োগ করা যাবে না বলেই নির্দেশ আদালতের।
সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল (SSC Case)
মঙ্গলবার মামলার (SSC Case) শুনানিতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদালতের পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্য পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়তে পারে। আগামী ১৮ জুন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে এই মামলার আবারো শুনানি রয়েছে। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে।
আরও পড়ুন : Lakshmir Bhandar: মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’: আমরা যা বলি, তা করি
সুপার নিউমেরারি পদে নিয়োগে স্থগিতাদেশ বহাল (SSC Case)
গত ৭ মে অতিরিক্ত শূন্য পদে নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীদের একাংশ। এদিন শুনানিতে মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, প্রায় দু’বছর ধরে চাকরিপ্রার্থীরা অপেক্ষায় রয়েছে (SSC Case)। দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল থাকতে পারে কিনা, সেই নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীদের আইনজীবী। তিনি আরও বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছিল মন্ত্রিসভার অনুমতি নিয়েই। তবে এই যুক্তি শুনে আপত্তি জানায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন বলেন, ‘যদি শেষে দেখা যায় যে রাজ্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতেই পারে না, তাহলে কী লাভ স্থগিতাদেশ তুলে দিয়ে! যদি বৈধতাই না থাকে তাহলে ফের নতুন করে সমস্যা হবে।’
আরও পড়ুন : TMC: পাক গোলায় ক্ষতিগ্রস্ত সীমান্ত, স্বজনহারাদের পাশে দাঁড়াতে কাশ্মীর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন
অপর এক আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি, অকৃতকার্য চাকরি প্রার্থীরা কী করে এই মামলা করতে পারেন? মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য পাল্টা বলেন, এখানে দুর্নীতি হয়েছে। তাই সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও কোনও বাধা নেই। আইনজীবী ফিরদৌস শামীম জানান, সুপার নিউমেরারি পোস্ট তৈরি করাটাই বেআইনি। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা আগে থেকেই ঘোষণা করতে হয়।