ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI Spy Arrest) ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল, এমন তথ্য সামনে এসেছে দিল্লি পুলিশের বিশেষ অভিযানে। পাকিস্তানের মদতে ভারতে বেআইনিভাবে প্রবেশ করা এক নেপালি বংশোদ্ভূত ব্যক্তি আনসারুল মিঁয়া আনসারি গ্রেফতার হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ঘটনার পেছনে আইএসআইয়ের সক্রিয় ভূমিকা ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে।
বহু গোপন তথ্য ফাঁস (ISI Spy Arrest)
গোয়েন্দা তদন্তের সূত্রে জানা গেছে, আনসারি জানুয়ারিতে বিশেষ গোয়েন্দা (ISI Spy Arrest) অভিযান চলাকালে দিল্লির একটি হোটেল থেকে গ্রেফতার হন। তাঁকে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে পাঠানো হয়েছিল। আইএসআইয়ের পক্ষ থেকে তাঁকে ভারতের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং সেগুলি পাকিস্তানে পাচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গ্রেফতারির পর তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং ডিজিটাল ডিভাইসের ফরেন্সিক পরীক্ষা থেকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বহু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে।
পাকিস্তানি ‘হ্যান্ডলার’-এর সঙ্গে যোগাযোগ (ISI Spy Arrest)
আনসারি যখন কাতারে কাজ করতেন, তখন তাঁর পাকিস্তানি ‘হ্যান্ডলার’-এর সঙ্গে যোগাযোগ (ISI Spy Arrest) শুরু হয়। কাতার থেকে পাকিস্তানে গিয়ে চরবৃত্তির প্রশিক্ষণ নেওয়ার পর তাঁকে ভারতে পাঠানো হয়। পাকিস্তান থেকে এই ধরনের গুপ্তচরবৃত্তির মূল উদ্দেশ্য ছিল ভারতের সশস্ত্র বাহিনীর তথ্য সংগ্রহ করা এবং তা আইএসআই-এর কাছে পাঠানো।
তথ্য সংগ্রহ করতে সাহায্য করতেন
পুলিশের তদন্তে আরও একটি সন্দেহভাজন ব্যক্তি, আখলাক আজ়মের নাম উঠে এসেছে, যিনি রাঁচী থেকে গ্রেফতার হন। আজ়ম আনসারিকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সাহায্য করতেন। ধৃতদের জেরা করে পুলিশ এবং গোয়েন্দারা জানতে পেরেছেন যে, পহেলগাঁও হামলার আগে ভারতে বড় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। আনসারি এবং আজ়মের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে আইএসআইয়ের ‘স্লিপার সেল’-এর সদস্যদের শনাক্ত করা যায়।
আরও পড়ুন: PM Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি!
আইএসআইয়ের এই কুট-কৌশল এবং ভারতে তাদের নাশকতামূলক পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সংস্থা খুব সতর্ক অবস্থানে রয়েছে। এই গোয়েন্দা অভিযান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার কারণে দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর রাখা হচ্ছে।