ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার পুলিশ হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়াল আদালত (Pak Spy Link)। এখন তিনি থাকবেন পুলিশি নজরবন্দিতে আগামী ২৫ মে পর্যন্ত। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (ISI) সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতির বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক নতুন তথ্য সামনে এনেছে হিসার পুলিশ। যদিও তদন্তকারীরা জানাচ্ছেন, জ্যোতির সরাসরি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের প্রমাণ এখনও পাওয়া যায়নি।
জানা যাচ্ছে কী? (Pak Spy Link)
হিসারের পুলিশ সুপার এক বিবৃতিতে বলেন, “জ্যোতি কিছু পাকিস্তানি গোয়েন্দা আধিকারিকের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ রেখেছিলেন, তবে তাঁর কাছে ভারতীয় সশস্ত্র বাহিনী সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য ছিল না বলে মনে হচ্ছে (Pak Spy Link)। এছাড়া, সন্ত্রাসবাদী কার্যকলাপ বা কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগেরও কোনও প্রমাণ মেলেনি।”
ডায়েরি নেই, বাজেয়াপ্ত হয়েছে ডিজিটাল ডিভাইস (Pak Spy Link)
সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত ‘জ্যোতির ডায়েরি’-র বিষয়ে পুলিশ সুপার স্পষ্ট করে জানিয়েছেন, “আমাদের হাতে এমন কোনও ডায়েরি নেই (Pak Spy Link)।” তবে জ্যোতির তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Encounter in Jammu and Kashmir : কিস্তওয়ারে নিরাপত্তাবাহিনী সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের!
ডিজিটাল প্রমাণে ‘চরবৃত্তি’র ইঙ্গিত (Pak Spy Link)
তদন্তকারীদের (NIA) দাবি, জ্যোতির চরবৃত্তির বেশ কিছু ডিজিটাল প্রমাণ তাদের হাতে এসেছে (Pak Spy Link)। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ইউটিউব ভিডিওগুলি আসল সত্যকে আড়াল করতে বানানো হত। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে জ্যোতি বিভিন্ন পাকিস্তানি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং একবার পাকিস্তান সফরেও গিয়েছিলেন। ভারতে ফিরে এলেও, সেই যোগাযোগ বজায় ছিল।জানা গিয়েছে, পাকিস্তান হাই কমিশনের অফিসার এহসান দার ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ ছিল। আরও একটি নাম উঠে এসেছে— ‘জাট রনধাওয়া’। যদিও সেই নামে কোনও সত্যিকারের ব্যক্তির খোঁজ এখনও মেলেনি। এছাড়া পাকিস্তানের আরও কয়েকজন গোয়েন্দা আধিকারিকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল বলেও দাবি গোয়েন্দাদের।

আরও পড়ুন: India Pakistan Tensions : আর কত দিন ভারতীয় বিমানের জন্য বন্ধ থাকবে পাক আকাশসীমা?
ধর্মান্তরের ভিত্তিহীন গুজব (Pak Spy Link)
অনেকেই জ্যোতির বিরুদ্ধে ধর্মান্তর কিংবা পাক এজেন্টকে বিয়ের ইচ্ছা প্রকাশের অভিযোগ তুলেছেন (Pak Spy Link)। তবে পুলিশ সুপার জানিয়েছেন, “এই ধরনের কোনও প্রমাণ এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি।” তদন্তে উঠে আসেনি ধর্মান্তরের কোনও ইঙ্গিতও।জ্যোতি মলহোত্রার গ্রেফতারি এবং পাকিস্তান সংযোগ ঘিরে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে এখনও সন্ত্রাসে প্রত্যক্ষ ভূমিকার কোনও প্রমাণ মেলেনি, কিন্তু পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি যোগাযোগই এখন তদন্তের মূল ফোকাস। জ্যোতির সমস্ত ডিজিটাল ডিভাইসের ফরেন্সিক রিপোর্ট ও কল রেকর্ড বিশ্লেষণের পর হয়তো আরও পরিষ্কার হবে, ঠিক কী ধরনের ভূমিকা ছিল এই ইউটিউবারের (Pak Spy Link)।পুলিশি তদন্ত চলাকালীন এখন নজর থাকবে ২৫ মে-র দিকেই— তখনই জানা যাবে জ্যোতির বিরুদ্ধে আরও কী তথ্য সামনে আসে।