ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ভয়াবহ আত্মঘাতী হামলায় ছ’জনের মৃত্যু এবং বহু পড়ুয়া জখম হওয়ার ঘটনাকে ঘিরে ফের একবার ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা ছড়াল (Balochistan School Bus Attack)। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেন। তবে তাঁর এই দাবিকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
বিস্ফোরণে নিহত ৩ শিশু, আহত ৪০ (Balochistan School Bus Attack)
ঘটনাটি ঘটেছে বুধবার বালোচিস্তানের খুজ়দার জেলার জ়িরো পয়েন্টে কোয়েটা-করাচি হাইওয়েতে, যেখানে একটি স্কুলবাসে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে (Balochistan School Bus Attack)। পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে তিন শিশু-সহ ছ’জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন, যাঁদের বেশিরভাগই আর্মি পাবলিক স্কুলের পড়ুয়া। পুলিশ সূত্রে অনুমান, এটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনায় গুরুতর জখমদের মধ্যে রয়েছেন অন্তত ১৫ জন ছাত্রীও। আহতদের দেখতে বৃহস্পতিবার কোয়েটার হাসপাতালে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (Shehbaz Sharif) এবং সেনাপ্রধান আসিম মুনির।
বিএলএ-টিটিপি ভারতীয় ছায়াসংগঠন,অভিযোগ খোয়াজার (Balochistan School Bus Attack)
একটি টিভি সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “বালোচিস্তানের ঘটনায় ভারতের যোগ আমরা প্রমাণ করব। বিএলএ এবং টিটিপি ভারতের ছায়াসংগঠন হিসেবে কাজ করে। তাদের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে।” বালোচ লিবারেশন আর্মি (BLA) এবং তেহরিক-ই তালিবান পাকিস্তান (TTP)—এই দুই সংগঠন অতীতে পাকিস্তানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে বহুবার হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, ভারত এই সংগঠনগুলিকে মদত দিচ্ছে।

আরও পড়ুন: Donald Trump : ট্রাম্পের সীমান্ত নীতিকে বিশ্বাসঘাতকতা বলে কটাক্ষ বাইডেনের !
সন্ত্রাসের উৎস পাকিস্তানই,পাল্টা নয়াদিল্লি (Balochistan School Bus Attack)
পাকিস্তানের এই অভিযোগ উড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় পাল্টা বিবৃতি দিয়েছে (Balochistan School Bus Attack)। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী উৎস পাকিস্তান নিজেই। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং আন্তর্জাতিক নজর ঘোরাতে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে। এটি তাদের বহু পুরনো অভ্যাস।” তিনি আরও জানান, “বিশ্ব জানে কে প্রকৃত সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ভারত এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে।”

আরও পড়ুন: Balochistan School Bus Attack : বালোচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, ঘটনায় শিশু-সহ নিহত পাঁচ!
পহেলগাঁও-কাণ্ড এবং সাম্প্রতিক সংঘর্ষ (Balochistan School Bus Attack)
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নিহত হন (Balochistan School Bus Attack)। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের মাটি লক্ষ্য করে পাল্টা আঘাত করে, ধ্বংস করা হয় একাধিক জঙ্গিঘাঁটি। ইসলামাবাদ এই ঘটনায় নিজেদের হাত অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল। চূড়ান্ত উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে চার দিন ব্যাপী সীমান্ত সংঘর্ষ হয়, যার পরে ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হয়। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও কার্যত তলানিতে।
কূটনৈতিক চাপের রাজনীতি (Balochistan School Bus Attack)
বালোচিস্তানের বিস্ফোরণ এবং তার নেপথ্যে ভারতের ওপর দোষারোপ আবারও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনকে তীব্র করেছে (Balochistan School Bus Attack)। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান অভ্যন্তরীণ চাপ এবং আন্তর্জাতিক চাপ থেকে মুক্তি পেতেই এই ধরনের দাবির আশ্রয় নিচ্ছে। তবে এর ফলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ছে।