ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২১ মে ভোরে, ৩৬ বছর বয়সী ইশা ছাবরিয়া মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশ করেন (Trespasser at Salman House), যেখানে অভিনেতা সালমান খান তার পরিবারের সঙ্গে থাকেন। তিনি এখন দাবি করেছেন যে তিনি ছয় মাস ধরে সুপারস্টারকে চেনেন এবং তার বাড়িতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
রাতের অন্ধকারে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ার চেষ্টা (Trespasser at Salman House)
মুম্বইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সালমান খানের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ জোর করে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ৩৬ বছর বয়সী মহিলাকে (Trespasser at Salman House)। ওই মহিলার নাম ঈশা ছাবরিয়া। ২১ মে রাত ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ছাবরিয়া দাবি করেন যে সালমান খান তাঁকে নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি খানের নিমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন।
নিজেকে মডেল বলে দাবি ছাবরিয়ার (Trespasser at Salman House)
পুলিশকে দেওয়া বয়ানে ঈশা ছাবরিয়া বলেন, তিনি একজন মডেল (Trespasser at Salman House)। তিনি সালমানের সঙ্গে ছয় মাস আগে একটি পার্টিতে নাকি দেখা করেছিলেন এবং তখনই খান তাঁকে নিজের বাড়িতে আসার কথা বলেছিলেন। তাই তিনি ২১ মে গভীর রাতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন এবং সরাসরি অভিনেতার ফ্ল্যাটের দরজায় গিয়ে কড়া নাড়েন। তাঁর দাবি, খান পরিবারের একজন সদস্য দরজা খুলেছিলেন।
আরও পড়ুন: Yash-Nusrat: নুসরতকে কেন আনফলো করলেন যশ? সত্যিটা সামনে আনলেন অভিনেতা
সালমানের পরিবারের তরফে অভিযোগ অস্বীকার
যদিও সালমান খানের পরিবার স্পষ্ট জানিয়ে দেয় যে ঈশা ছাবরিয়াকে তারা চেনে না এবং কোনওরকম নিমন্ত্রণও দেওয়া হয়নি। এরপরই বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ছাবরিয়াকে গ্রেফতার করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে ছাবরিয়া জানান, তিনি মুম্বইয়ের খার এলাকায় থাকেন এবং সালমানকে চেনেন। তবে তাঁর দাবি যে সালমানের নিমন্ত্রণে তিনি এসেছেন, তা একেবারেই মেনে নেয়নি খান পরিবার।
আরও পড়ুন: Kajol: দক্ষিণেশ্বরে মায়ের কাছে কাজল, ছবির প্রচারে কী চাইলেন তিনি?
পরপর দু’দিন দু’জনের অনুপ্রবেশের চেষ্টা
এই ঘটনার একদিন আগেই, অর্থাৎ ২০ মে, জিতেন্দ্র কুমার সিং নামের এক ব্যক্তি একই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেন সালমান খানের সঙ্গে দেখা করার জন্য। পুলিশ দু’টি ঘটনায় আলাদা মামলা দায়ের করেছে। বর্তমানে তদন্ত চলছে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।