ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তুরস্ক পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে বলবে, এই আশা রাখে নয়াদিল্লি (Turkey)। এভাবেই ইসলামাবাদের মিত্র দেশকে কড়া বার্তা দিয়েছে ভারত।ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে তুরস্কের বিরুদ্ধে ইসলামাবাদকে সরাসরি সমর্থন করার অভিযোগ উঠেছে।ভারতে হামলা চালাতে শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানে সেনাও পাঠিয়েছিল তারা। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে সর্বস্তরে। প্রশ্ন ওঠে বিমানবন্দর ব্যবস্থাপনার সংস্থা সেলেবি অ্যাভিয়েশনকে নিয়ে। সেদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে থাকেন ভারতীয় পর্যটকরা। নেটদুনিয়ায় ট্রেন্ডিং হয় বয়কট তুরস্ক।এই আবহে পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্ককে কড়া বার্তা দিল ভারত।
বিদেশমন্ত্রকের কড়া প্রতিক্রিয়া (Turkey)
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার এক মাসের মাথায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল(Turkey)। তুরস্ক নিয়ে ভারতের অবস্থান কী, সেলেবি নিয়েই বা কেন্দ্রীয় সরকার কী ভাবছে, জানতে চাওয়া হয় তাঁর কাছে। তিনি বলেন, ‘আমাদের আশা, তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে তারা যেন সীমান্তে সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং মদত দেওয়া বন্ধ করে। যে সন্ত্রাসবাদের রাজত্ব গড়ে উঠেছে গত কয়েক দশক ধরে, তার বিরুদ্ধে যেন পাকিস্তানকে পদক্ষেপ করতে বলে তুরস্ক, এটাই আমাদের আশা।’ যে কোনও সম্পর্ক গড়ে ওঠে একে অপরের সংবেদনশীলতার ভিত্তিতে, তুরস্কের প্রসঙ্গে এ কথাও স্পষ্ট করেন জয়সওয়াল।
সেলেবি অ্যাভিয়েশন (Turkey)
সেলেবি অ্যাভিয়েশন সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভারতের বিভিন্ন বিমানবন্দরে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং বা ব্যবস্থাপনার কাজে যুক্ত(Turkey)। তুরস্কের ইস্তানবুলে এই সংস্থার সূচনা। তুরস্ক পাকিস্তানকে সমর্থন করার পর ভারতে এই সংস্থার কাজের অনুমতি বাতিল করে দিয়েছিল নয়াদিল্লি। বাতিল করা হয় তাদের ‘সুরক্ষা ছাড়পত্র’। সেই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও চলছে। সেই প্রসঙ্গে রণধীর বলেন, ‘সেলেবির ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। ভারতে অবস্থিত তুরস্কের দূতাবাসের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।’
আরও পড়ুন- Himanta Biswa Sarma: ‘বেশি তাকালেই চিকেন নেকে হামলা!’ ইউনুসকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর
দিল্লি হাইকোর্টে মামলা (Turkey)
দিল্লি হাইকোর্টে মামলায় সেলেবি কর্তৃপক্ষ দাবি করেছেন, তাঁরা গত ১৭ বছর ধরে ভারতে পরিষেবা দিচ্ছেন(Turkey)। কখনও তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। কোনও সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব। কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সেলেবির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এই পরিস্থিতিতে তুরস্ককেও বার্তা দিল ভারত সরকার।অন্যদিকে, একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের সংস্থার ভারতীয় শাখা সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়ার সিকিওরিটি ক্লিয়ারেন্স অবিলম্বে তুলে নিচ্ছে। মুম্বই, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদ-সহ দেশের ৯টি বিমানবন্দরে একাধিক উড়ান সংস্থার হয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং-এর একাধিক কাজ করার ভার ছিল সেলেবি-র উপর।
আরও পড়ুন- Israeli embassy: প্রেমিকার জন্য আংটি কিনেও প্রপোজ করা হল না! ওয়াশিংটনে হামলায় নিহত ইজরায়েলি যুগল
চিন নিয়ে ভারতের বক্তব্য (Turkey)
এরমধ্যে পাকিস্তানে অপর এক ‘বন্ধু’ চিন নিয়েও মুখ খুলেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র(Turkey)। তিনি জানিয়েছেন, সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ডোভাল স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাসে লিপ্ত হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে ভারত।