ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন(Muhammad Yunus)।’এমনটাই দাবি করেছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। ইউনূসের ‘ভাবনা’ নিয়ে গুঞ্জন শোনার পরেই তাঁর বাসভবন ‘যমুনা’য় গিয়ে দেখা করেছিলেন নাহিদ। দু’জনের দীর্ঘক্ষন দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘পদত্যাগের কথা ভাবছেন ইউনূস।’বুধবারই জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।তারপরেই অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করে বিএনপি। যার জেরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যত একপেশে হয়ে পড়ছেন ইউনূস।
মুহাম্মদ ইউনূস পদত্যাগের জল্পনা (Muhammad Yunus)
ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলতে রাষ্ট্রপতি অতিথি ভবনে গিয়েছিলেন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তথা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ(Muhammad Yunus)। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত স্যর। পদত্যাগ নিয়ে তাঁর ভাবনার কথা শোনা যাচ্ছিল। সেই বিষয়েই কথা বলতে এসেছিলেন তিনি। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও কথা হয়েছে দু’জনের মধ্যে।নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন, ‘আমাদের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন। এবং সব দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তাঁর সঙ্গে আশা করি কো-অপারেট করবেন।’ প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হ্যাঁ যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ।’

বিএনপি-র দাবি (Muhammad Yunus)
ন’মাস আগে নিরপেক্ষতার প্রতিশ্রুতিবাক্য পাঠ করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তাঁরা(Muhammad Yunus)। কিন্তু আদতে তাঁরা তা মেনে চলছেন না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াঁ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশার্রফ হোসেন। দাবি মানা না হলে, ইউনূস সরকারের সঙ্গে ‘সহযোগিতা সম্পর্ক’ বজায় রাখা হবে কিনা, তা পুনর্বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।পাশাপাশি ওই উপদেষ্টারা জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে টালাবাহানা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন- Turkey: ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদে…,’ তুরস্ককে কড়া বার্তা ভারতের
বাংলাদেশ সেনাপ্রধানের সওয়াল (Muhammad Yunus)
বুধবারই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের পক্ষে সওয়াল করে বলেছিলেন, ‘দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে(Muhammad Yunus)।’ সেনাপ্রধানের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।খন্দকার বৃহস্পতিবার বলেন, ‘যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়।’

আরও পড়ুন- Himanta Biswa Sarma: ‘বেশি তাকালেই চিকেন নেকে হামলা!’ ইউনুসকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর
অশনি সঙ্কেত (Muhammad Yunus)
ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনাপ্রধান এবং বিএনপি-র মন্তব্য মহম্মদ ইউনুস সরকারের জন্য অশনি সঙ্কেত(Muhammad Yunus)। প্রশ্ন উঠছে, তাহলে কি নোবেলজয়ী অর্থনীতিবিদ গদি না ছাড়লে সেনা অভ্যুত্থান হতে পারে পদ্মাপাড়ে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। বুধবার মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে ‘মানবিক করিডর’ স্থাপন নিয়েও প্রশ্ন তোলেন জেনারেল ওয়াকর। তিনি বলেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার।