ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশে আবারও প্রকৃতির রুদ্ররূপ। গত ২৪ ঘণ্টায় ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের ১৮টি জেলায় এই প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব দেখা দেয় (Uttar Pradesh Weather Disaster)। মৌসম ভবন জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। এই কারণে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি (Uttar Pradesh Weather Disaster)
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, ফসল ও বিদ্যুৎ সংযোগ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কাসগঞ্জ, ফতেপুর, মেরঠ ও অরাইয়া জেলায়। রাজ্য প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে ১৮টি জেলায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে (Uttar Pradesh Weather Disaster)।
আরও পড়ুন: Turkey: ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদে…,’ তুরস্ককে কড়া বার্তা ভারতের
মৃতদের মধ্যে কাসগঞ্জ ও ফতেপুরে পাঁচজন করে, মেরঠ ও অরাইয়ায় চারজন করে, বুলন্দশহর, গৌতমবুদ্ধ নগর, কানপুর নগর, কনৌজ ও এটায় তিনজন করে, গাজিয়াবাদ, এটাওয়া ও কানপুর দেহাতে দুজন করে এবং ফিরোজাবাদ, আলিগড়, হাথরস ও অমেঠীতে একজন করে মারা গেছেন। এছাড়া চিত্রকূট ও অম্বেডকরনগরে একজন করে প্রাণ হারিয়েছেন।
রাজ্য সরকারের পদক্ষেপ ও ক্ষতিপূরণ (Uttar Pradesh Weather Disaster)
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। তিনি জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন । মৃতদের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: Himanta Biswa Sarma: ‘বেশি তাকালেই চিকেন নেকে হামলা!’ ইউনুসকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর
বজ্রপাতের কারণ ও আবহাওয়ার পূর্বাভাস (Uttar Pradesh Weather Disaster)
মৌসম ভবন জানিয়েছে, পঞ্জাবের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, যার জেরে ৬০-১০০ কিমি বেগে ঝড় এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে এই দুর্যোগ আগামী কয়েকদিন ধরে চলতে পারে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে (Uttar Pradesh Weather Disaster)। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে মধ্য উত্তরপ্রদেশ ও তরাই অঞ্চলে। এ কারণে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।