ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (সিএসটিসি)-র অবসরপ্রাপ্ত (Madan Mitra) কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে সঙ্কট তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পাওনা টাকা পরিশোধ না করায় আদালতে মামলা হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সিএসটিসি-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মদন মিত্রসহ কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।
প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও পর্যন্ত পাননি (Madan Mitra)
সিএসটিসি-র কর্মচারীদের জন্য একটি প্রভিডেন্ট ফান্ড (Madan Mitra) ট্রাস্ট রয়েছে, যেখানে প্রত্যেক মাসে কর্মচারীদের বেতনের নির্দিষ্ট অংশ কেটে রাখা হয়। এই অর্থ জমা রাখা হয়, যাতে কর্মীরা অবসর নেওয়ার পর সেই টাকা সুবিধা হিসেবে পান। তবে অভিযোগ উঠেছে, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও পর্যন্ত পাননি। ফলে তাদের ন্যায়সঙ্গত দাবি আর অসম্পূর্ণ রয়ে গেছে।
কলকাতা হাইকোর্টে মামলা (Madan Mitra)
গত বছর এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে (Madan Mitra) মামলা করা হয়েছিল। জুলাই মাসে আদালত নির্দেশ দিয়েছিলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করতে হবে। কিন্তু সেই নির্দেশনা সত্ত্বেও টাকা মেটানো হয়নি। এমনকি, ডিসেম্বর মাসে আদালতে অবমাননার মামলা দাখিল করা হয়েছিল। আদালতের আদেশ অমান্য করার কারণে এই মামলার শুনানি একাধিকবার হয়েছে।
সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি
সম্প্রতি বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন তিনি জানতে চেয়েছেন, এতদিনেও কেন প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করা হয়নি। এপ্রসঙ্গে মদন মিত্র, রাজ্যের অর্থ সচিব ও সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টরসহ তিনজনের বিরুদ্ধে রুল জারি হয়েছে। আগামী ৪ জুলাই এই তিন আধিকারিককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
ন্যায্য পাওনা থেকে বঞ্চিত
অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার চেষ্টা করার পরও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে তাদের আর্থিক সমস্যা বাড়ছে। এই অবস্থা নিয়ে আদালতও ক্ষুব্ধ এবং সংশ্লিষ্টদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই রুল একটি সতর্কবার্তা
সিএসটিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই রুল একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। কারণ, সরকারের বিভিন্ন শাখার কর্মচারীদের অধিকার রক্ষা করাই প্রাথমিক দায়িত্ব। প্রভিডেন্ট ফান্ডের মতো সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যদি দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না হয়, তাহলে কর্মচারীদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

বকেয়া পরিশোধের পথে বড় পদক্ষেপ
এই মামলা ও রুলের ফলে আগামী দিনে সিএসটিসি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধের পথে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি, মদন মিত্রসহ অভিযুক্ত কর্মকর্তাদের প্রতিক্রিয়া ও আদালতে তাদের ব্যাখ্যা এই বিতর্কের পরবর্তী পরিণতি নির্ধারণ করবে।
আরও পড়ুন: Muhammad Yunus: ইউনূসের পদত্যাগের ইঙ্গিত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত!
নজর থাকবে আদালতের সিদ্ধান্ত
এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই নির্ধারিত রয়েছে। ততক্ষণে সকলের নজর থাকবে আদালতের সিদ্ধান্ত এবং সিএসটিসির কর্ণধারদের কার্যক্রমের ওপর। অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার ফেরানো এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা অবিলম্বে মেটানোর দাবি নতুন করে জোরদার হচ্ছে, যা সমাজের কাছে ন্যায়পরায়ণতার প্রমাণ হিসেবেও বিবেচিত হবে।