ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিএসটিসি-এর অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না মেটানোয় মদন মিত্র, রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৪ জুলাই তিনজনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের। আদালতের নির্দেশ সত্ত্বেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য পাওনা এখনও কেন মেটানো হয়নি, আদালতে তা জানাতে হবে এবং কেন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, তারও ব্যাখ্যা দিতে হবে মদন মিত্রদের।
মদন মিত্র-সহ একাধিক অফিসারের বিরুদ্ধে রুল জারি (Calcutta High Court)
কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এর অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা মেটানো হয়নি বলে অভিযোগ ওঠে। মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় কামারহাটির তৃণমূল বিধায়ক, প্রাক্তন পরিবহনমন্ত্রী তথা সিএসটিসি-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই রুল জারি করেছেন। মদন মিত্র-সহ রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরকে আগামী ৪ জুলাই হাইকোর্টে (Calcutta High Court) সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মুখোপাধ্যায়। আদালতের নির্দেশ সত্ত্বেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য পাওনা এখনও কেন মেটানো হয়নি, আদালতে তা জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। কেন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, তারও ব্যাখ্যা দিতে হবে মদন মিত্রদের।

গত বছর হাইকোর্টে মামলা (Calcutta High Court)
সিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ তোলেন, অবসরের পর তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। গত বছর এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত বছরের জুলাইয়ে হাইকোর্ট (Calcutta High Court) প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন সিএসটিসি-এর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টকে। আদালতের নির্দেশ সত্ত্বেও প্রভিডেন্ট ফান্ডের টাকা না মেটানোয় গত বছরের ডিসেম্বরে আদালত অবমাননার মামলা হয়।
আরও পড়ুন: Baul Emperor: নব্বইতেও অবিনশ্বর, লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস
একাধিকবার মামলার শুনানির পর বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না মেটানোয় মদন মিত্র-সহ রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরের বিরুদ্ধে রুল জারি করলেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই। ওইদিন তাঁদের আদালতে হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না।