ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির এক ঐতিহ্যময় উৎসব জামাইষষ্ঠী (Sasurbari Zindabad)। জামাইদের আপ্যায়নে বাহারি খাবার থাকে। সাথে বিনোদনের দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। এমনই আবহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ (Sasurbari Zindabad)। তবে হ্যাঁ নতুন নয়, নতুন ভাবে মুক্তি পেতে চলেছে ‘ শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। দর্শক দেখতে পাবে তাঁদের সেই অনেক কাল আগের পুরনো জুটিকে। পর্দায় ফিরতে চলেছে ২৫ বছরের সেই পুরনো নস্টালজিয়া। জামাইয়ের কাছে জব্দ শাশুড়ি। জামাই তার বুদ্ধিতে বারংবার বাজিমাত করেছেন শাশুড়ির খল বুদ্ধিকে।
বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা (Sasurbari Zindabad)
সিনেমায় দেখা যাবে এক তরুণ জামাইকে (Sasurbari Zindabad)। আর তাকে ঘিরে শ্বশুরবাড়িতে নানান রকম মজার ও নাটকীয় ঘটনা। হাসি মজা, ভুল বোঝাবুঝি , পারিবারিক টানাপোড়েন, প্রেম এসব কিছুই একসাথে মিলমিশে একান্ত ভাবে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ছবিটিতে। একটি রোমান্টিক কমেডি, ঘরানার বাংলা সিনেমা। এখানে কিছু চরিত্রের মধ্য দিয়ে বাঙালি পরিবারকে যেন জীবন্ত তুলে ধরা হয়েছে।
২৫ বছর পর ফিরে দেখা (Sasurbari Zindabad)
প্রায় ২৫ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ (Sasurbari Zindabad) সিনেমাটি রি – রিলিজ করতে চলেছে এসভিএফ। মুখ্য ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সাথে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রঞ্জিত মল্লিক ও অনামিকা সাহা। ভিলেন অনামিকার দাপট, সাথে রঞ্জিত মল্লিকের বুদ্ধির বাজিমাত সবটাই দেখার মতো।
আরও পড়ুন: Tamannaah Bhatia: সাবানের বিজ্ঞাপনে বিতর্কে তামান্না! এক কাজে পেলেন কত টাকা?
‘ওটিটি’তে বিকল্প জামাইষষ্ঠী!
সামনেই জামাই ষষ্ঠী। এই আবহে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা রাখা। বাড়ির সকল সদস্য মিলে উপভোগ করা যাবে সিনেমাটি। আর এমন দিনই এমন একটি সিনেমা যেন পারফেক্ট। যাঁরা শ্বশুর বাড়ি যেতে পারছেন না তাদের জন্যও একটি বিকল্প বিনোদন ব্যবস্থা। পর্দাতেই জমে উঠবে ‘শশুরবাড়ি’ । তার জন্য চোখ রাখতে হবে ওটিটিতে।
আরও পড়ুন: Madhubani Goswami: মধুবনীকে ‘ডাকিনী’ কটাক্ষ! চুলে রং করে সমস্যায় অভিনেত্রী?
নতুন প্রজন্মের কাছে ম্যাজিক
জামাইষষ্ঠীর দিন কিভাবে এক বাঙালি পরিবার মেতে ওঠে, তার কিছু ঝলক চোখের সামনে নতুনভাবে দেখা যাবে। সাথে ছোট ছোট ঘটনা যা পরিবারকে মিলেমিশে এক করে রাখে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) কথায়, “বড় পর্দায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ কে আবার ফিরে দেখা, বাংলা সিনেমার একটা সুন্দর অধ্যায়ের মতো। যা প্রাণশক্তিতে ভরপুর”। অপরদিকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কথায়, “২৫ বছর পর আবার প্রেক্ষাগৃহে ফিরে দেখা যাবে। সত্যি এই মুহূর্তটা আবেগের।” তিনি আশা করছেন নতুন প্রজন্ম এই ছবির ম্যাজিক অনুভব করতে পারবে। সত্যি ওটিটি দর্শকের কাছে এক উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে।