ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে করোনার সংক্রমণ নতুন করে (Covid Update) বাড়তে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত শুক্রবার গুজরাতে মাত্র ২০ মাস বয়সী এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতে করোনার সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে মোট ৩১২ জন করোনা আক্রান্ত। এপর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালে প্রস্তুতির নির্দেশ (Covid Update)
দিল্লি সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালে প্রস্তুতির (Covid Update) নির্দেশ দিয়েছে। অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিন যথাযথভাবে রাখা হচ্ছে। করোনা নমুনা পরীক্ষা করাও জোর দেওয়া হচ্ছে। সকল হাসপাতালকে নমুনা সংগ্রহ করে লোকনাথ হাসপাতালে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠাতে বলা হয়েছে। তথ্য নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে।
ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট (Covid Update)
করোনা সংক্রমণ শুধু ভারতে নয়, পাকিস্তান, চিন, থাইল্যান্ড, সিঙ্গাপুরেও (Covid Update) বাড়ছে। গুজরাতে নতুন আক্রান্ত ৪০ জন হয়েছে। মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। দিল্লি AIIMS-এর অধ্যাপক ড. সঞ্জয় রাই জানান, নতুন আক্রান্তদের শরীরে করোনার JN1 ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যা ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট। তিনি বলেন, এই নতুন রূপ নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: Brain Fog: কিছুতেই কাজ করছে না মাথা, প্রদাহের কারণেই কি যত সমস্যা?
সরকারি কর্তৃপক্ষ জনসাধারণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা গ্রহণের নির্দেশ দিচ্ছে। হাসপাতালগুলোর প্রস্তুতি অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণের এই নতুন ধারা নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের তরফ থেকে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।