ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযানে ফের বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। সোমবার গভীর রাতে পালামু জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক শীর্ষ মাওবাদী নেতার (Maoist Leader in Jharkhand)। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত ব্যক্তি মাওবাদী সংগঠনের শীর্ষ কমান্ডার তুলসী ভুঁইয়া, যার বিরুদ্ধে বহু মামলা ঝুলে রয়েছে এবং যার মাথার দাম ছিল বহু লক্ষ টাকা।
গভীর রাতে তল্লাশি অভিযান, শুরু গুলির লড়াই (Maoist Leader in Jharkhand)
নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, সোমবার রাতে পালামু জেলার জঙ্গল এলাকায় বিশেষ অভিযানে নামে (CRPF)CRPF ও ঝাড়খণ্ড পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই অঞ্চলে তল্লাশি চালাতে গিয়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে গুলি বিনিময়। অভিযানের শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক মাওবাদীর দেহ, সঙ্গে একটি রাইফেল ও কয়েকটি আগ্নেয়াস্ত্র।
নিহত মাওবাদী কমান্ডার তুলসী ভুঁইয়া? (Maoist Leader in Jharkhand)
পুলিশের তরফে এখনও দেহ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তবে পিটিআই সূত্রে দাবি, নিহত ব্যক্তি মাওবাদী নেতা তুলসী ভুঁইয়া (Maoist Leader in Jharkhand)। পালামুর ডিআইজি ওয়াইএস রমেশ জানিয়েছেন, “একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, পরিচয় জানার কাজ চলছে। আহত এক মাওবাদীর বিষয়েও খবর আছে, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।” সূত্রের খবর, ওই অভিযানে আরও একজন মাওবাদী নেতা গুলিবিদ্ধ হয়ে পালিয়েছে। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। জঙ্গলে তাকে খোঁজার জন্য এখনও অভিযান চলছে।

টানা অভিযানে ইতিমধ্যেই নিহত তিন মাওবাদী (Maoist Leader in Jharkhand)
গত কয়েক দিনে ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছে (Maoist Leader in Jharkhand)। সম্প্রতি লাতেহার জেলায় এক অভিযানে মারা গেছে মাওবাদী নেতা মণীশ যাদব, যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। তার বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা ঝুলছিল। এ ছাড়া কুন্দন সিংহ খারওয়ার নামে আরও এক শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, যার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

অস্ত্র ও তথ্য উদ্ধার (Maoist Leader in Jharkhand)
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ও নিহত মাওবাদীদের কাছ থেকে স্বয়ংক্রিয় রাইফেল, কার্তুজ, ও কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, যা পরবর্তী অভিযানগুলির পরিকল্পনায় সহায়ক হবে। কুন্দন ও মণীশ, দু’জনই বিগত ১২ বছর ধরে জঙ্গলে সক্রিয় ছিল এবং একাধিক নাশকতা ও হত্যা মামলার সঙ্গে যুক্ত।
প্রশাসনের বার্তা: অভিযান চলবে (Maoist Leader in Jharkhand)
ঝাড়খণ্ড পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “মাওবাদীদের সঙ্গে কোনও আপস নয় (Maoist Leader in Jharkhand)। আমাদের অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের সহায়তায় আমরা জঙ্গল অঞ্চলে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।” এই অভিযানে নিরাপত্তাবাহিনীর সাফল্য যেমন প্রশংসিত হয়েছে, তেমনি মাওবাদী সংগঠনের বড় ক্ষতি বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। একের পর এক অভিযানে ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযান নতুন গতি পেয়েছে। এখন দেখার, পালামুর অভিযানে আহত ওই গুরুত্বপূর্ণ মাওবাদী নেতাকে ধরতে আরও কী পদক্ষেপ নেয় প্রশাসন।