ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ফের নতুন মোড় নিচ্ছে। শান্তির আলোচনা এখনও মুখ থুবড়ে পড়েছে, বরং উত্তর-পূর্ব ও পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের ধার আরও তীব্র হয়েছে (Russia Ukraine Conflict)। মঙ্গলবার খারকিভ ও ডনবাস অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে একটি জনপদ দখলের দাবি করেছে রাশিয়া। পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump)। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে বলেছেন, “আগুন নিয়ে খেলছেন।”
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের কী দাবি? (Russia Ukraine Conflict)
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১,৪৭৫ জন সেনা নিহত হয়েছেন (Russia Ukraine Conflict)। স্টারায়া নিকোলায়েভকা নামের একটি জনপদ দখলের কথাও জানিয়েছে মস্কো। সেই সঙ্গে খারকিভ অঞ্চলেও সামরিক সাফল্য পাওয়ার দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ সত্ত্বেও রাশিয়া নিজেদের অবস্থান আরও মজবুত করছে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প কী বললেন? (Russia Ukraine Conflict)
এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সমাজমাধ্যম Truth Social-এ তিনি লেখেন, “আমি না থাকলে রাশিয়ায় আরও খারাপ কিছু ঘটত। পুতিন সেটা বুঝতে পারছেন না। আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।” শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অনীহায় হতাশা প্রকাশ করে ট্রাম্প রুশ প্রেসিডেন্টের উদ্দেশে কঠিন বার্তা দিয়েছেন।

সংঘাত মেটাতে সক্রিয় ট্রাম্প (Russia Ukraine Conflict)
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত মেটাতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন (Russia Ukraine Conflict)। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন—উভয়ের সঙ্গেই একাধিকবার বৈঠক করেছেন তিনি। কখনও মুখোমুখি, আবার কখনও ফোনে দীর্ঘ আলোচনায় মিলিত হয়েছেন। তবে এখনও পর্যন্ত সেই চেষ্টার বাস্তব কোনও ফল মেলেনি।

যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ (Russia Ukraine Conflict)
সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রস্তাবের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল (Russia Ukraine Conflict)। কিন্তু আলোচনার টেবিলে বসার আগেই প্রস্তাবটি কার্যত নস্যাৎ করে দেয় মস্কো। এই অবস্থানেই চরম ক্ষুব্ধ হন ট্রাম্প। দিন কয়েক আগেই তিনি পুতিনকে ‘পাগল’ বলে আক্রমণ করেছিলেন। এবার ফের একবার কড়া ভাষায় তাঁকে নিশানা করলেন।অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্য ভালোভাবে নেয়নি মস্কো। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য এবং প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পাল্টা কটাক্ষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “যাঁরা অতীতে শান্তির নামে যুদ্ধ চাপিয়েছেন, তাঁদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা উচিত।”

আরও পড়ুন: Bomb Explosion : অমৃতসরে বোমা বিস্ফোরণ! খলিস্তানপন্থী যুবক নিহত, বড় ষড়যন্ত্রের সন্দেহ তদন্তকারীদের
হামলার মাত্রা বাড়ছে (Russia Ukraine Conflict)
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আপাতত থামার কোনও লক্ষণ নেই (Russia Ukraine Conflict)। বরং প্রতিদিনই হামলার মাত্রা বাড়ছে। পশ্চিমা রাষ্ট্রনেতাদের হুঁশিয়ারি এবং শান্তি আলোচনার চেষ্টা সত্ত্বেও মস্কো যে নিজের কৌশল বদলাতে নারাজ, তা স্পষ্ট হয়ে উঠছে। ফলে ইউরোপ জুড়ে অনিশ্চয়তা এবং উদ্বেগ আরও বাড়ছে।বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে, এই যুদ্ধ পরিস্থিতি শুধু ইউক্রেন বা রাশিয়ার নয়, বরং গোটা বিশ্ব অর্থনীতি এবং কূটনৈতিক সমীকরণকেই গভীরভাবে প্রভাবিত করছে।