ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ধারে একটি জনপ্রিয় থিম পার্কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Chennai Accident)। বিনোদনের মুহূর্ত আচমকাই রূপ নেয় আতঙ্কের জেরে। থিম পার্কের একটি ‘জয়রাইড’ হঠাৎ বিকল হয়ে মাঝ আকাশে থেমে যায়, তাও মাটি থেকে প্রায় ৫০ ফুট উপরে। রাইডে তখন ছিলেন ৩০ জন যাত্রী, যাঁদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুরাও।
চরম আতঙ্ক যাত্রীদের (Chennai Accident)
প্রথমে অনেকেই বুঝতে পারেননি কী ঘটেছে। তবে কয়েক মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক গ্রাস করে যাত্রীদের (Chennai Accident)। শুরু হয় চিৎকার, কাঁদতে থাকেন শিশুরা। এক নারী যাত্রী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “আমরা সকলেই ভয়ে সিঁটিয়ে ছিলাম। বাচ্চারা কান্নাকাটি করছিল। অনেকে বমি বমি ভাব অনুভব করতে থাকেন। কিন্তু দীর্ঘক্ষণ কেউ আমাদের উদ্ধারে আসেনি।” তাঁদের দাবি, প্রায় দু’ঘণ্টা ঝুলন্ত অবস্থায় ছিলেন তাঁরা, কোনওরকম সাহায্য ছাড়া।
ঘটনাস্থলে পৌঁছায় থিম পার্ক (Chennai Accident)
রাইডটির একাংশের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় এটি আচমকাই থেমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থিম পার্ক কর্তৃপক্ষ, পুলিশ (CHENNAI POLICE), দমকল এবং উদ্ধারকারী দল (Chennai Accident)। শুরু হয় উদ্ধার অভিযান। প্রথমে মই ব্যবহার করে যাত্রীদের নামানোর চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পরে ‘স্কাই লিফ্ট’ আনা হয়। প্রায় তিন ঘণ্টা পর একে একে সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। ৩৫ জন উদ্ধারকর্মী অক্লান্ত পরিশ্রম করে এই উদ্ধারকাজ সফল করেন। দমকল বিভাগের এক আধিকারিক লোগানাথন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে রাইডটি আটকে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এমন ঘটনা অগ্রহণযোগ্য।”

আরও পড়ুন: Russia Ukraine War : ডনেৎস্কের আর একটি জনপদ দখল রাশিয়ার! ২৪ ঘণ্টায় রুশ আক্রমণে নিহত ১,৪৭৫
যাত্রীদের কী অভিযোগ? (Chennai Accident)
এদিকে প্রশ্ন উঠছে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। এমন বিপজ্জনক পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত সাহায্যের ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ যাত্রী ও তাঁদের পরিবারের। রাইডের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত ছিল থিম পার্ক, তা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। ইতিমধ্যেই পার্কের কিছু রাইড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে।

চেন্নাইবাসীর মনে আতঙ্ক (Chennai Accident)
এই ভয়ঙ্কর ঘটনার পর চেন্নাইবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থিম পার্কে যাওয়ার আগে অধিক সতর্কতা ও নিরাপত্তা যাচাইয়ের দাবি তুলেছেন অনেকেই। যদিও শেষপর্যন্ত কেউ গুরুতর আহত হননি, তবে মানসিকভাবে যাত্রীরা যে চরম ধাক্কা খেয়েছেন, তা বলাই বাহুল্য।এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল—বিনোদনের রঙিন মোড়কের আড়ালে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তাকে, সেটি যথেষ্ট প্রশ্নসাপেক্ষ।