Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যাট হাতে অসাধারণ প্রদর্শনের মাধ্যমে ২৫৭.৫৮ গড়ে অসাধারণ ইনিংস খেলেন (Jitesh Sharma Inspiration)। জিতেশ মাত্র ৩৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দর্শকদের মুগ্ধ করেন।
কোহলি আউটের পর দায়িত্ব নিলেন জিতেশ (Jitesh Sharma Inspiration)
আইপিএলের ১৮তম মরশুমের শেষ লিগ ম্যাচে (Jitesh Sharma Inspiration), লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ঐতিহাসিক জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দলের অস্থায়ী অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma Inspiration) জানালেন, এই অবিশ্বাস্য ইনিংস খেলার প্রেরণা পেয়েছেন তাঁর “গুরু” ও “মেন্টর” দিনেশ কার্তিকের কাছ থেকে।
RCB যখন ১২তম ওভারে ‘চেজ মাস্টার’ বিরাট কোহলিকে হারিয়ে ১২৩/৪ অবস্থায় পড়ে যায়, তখন ক্রিজে নামেন জিতেশ। তাঁর সঙ্গে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল। দু’জনে মিলে ম্যাচের রূপরেখা তৈরি করেন। এরপর জিতেশ মাত্র ৩৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, স্ট্রাইক রেট ২৫৭.৫৮, যা তাঁর আইপিএল কেরিয়ারের সেরা।
গুরু কার্তিকের কথা মেনেই জেতালেন ম্যাচ (Jitesh Sharma Inspiration)
ম্যাচশেষে জিতেশ (Jitesh Sharma Inspiration) বলেন, “আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার অনুভূতি! এখনও বিশ্বাস হচ্ছে না আমি এই ইনিংস খেলেছি। বিরাট ভাই আউট হওয়ার পর আমি শুধু ভাবছিলাম, শেষ পর্যন্ত খেলতে হবে। আমার মেন্টর আর গুরু দিনেশ (কার্তিক) আন্না সবসময় বলেন, ‘শেষ অবধি নিয়ে যাও’। সেই কথাই মাথায় ছিল।”
ক্র্যাম্প নিয়েও হাল ছাড়েননি
জিতেশ আরও বলেন, “শরীরে ক্র্যাম্প হচ্ছিল, কারণ সব চাপ আমার উপর ছিল! কিন্তু আমার সঙ্গে আছেন বিরাট ভাই, ক্রুণাল ভাই, ভূবি ভাই। দারুণ লাগছে ওদের সঙ্গে খেলতে পেরে। আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই, তবে এখন রিকভারি জরুরি। এই গতি বজায় রেখে পরের ম্যাচেও ভালো খেলতে চাই।”
ভাগ্যও পাশে ছিল জিতেশের
১৭তম ওভারে দু’বার আউট হতে হতে বেঁচে যান জিতেশ। প্রথম বলে তিনি ক্যাচ তুলে দেন বাদোনির হাতে, কিন্তু বলটি ছিল নো বল। পরের বলেই মারেন ছক্কা, আর সেখানেই আইপিএলে নিজের প্রথম ফিফটি পূর্ণ করেন। ওভারের শেষ বলে নন-স্ট্রাইক প্রান্তে রান আউট হওয়ার কাছাকাছি চলে যান, কিন্তু লখনউ অধিনায়ক ঋষভ পন্থ আপিল প্রত্যাহার করে নেওয়ায় তিনি বেঁচে যান।
RCB-র ইতিহাস গড়ার রাত
এই জয়ের ফলে বেঙ্গালুরু আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে বাইরের সব ম্যাচে জয় পেয়েছে—সাতটি ম্যাচেই অপরাজিত থেকে। ২০১৬ সালের পর এই প্রথম শীর্ষ দুইয়ে শেষ করল RCB। আগামী বৃহস্পতিবার কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে RCB। ম্যাচের আগে জিতেশ জানান, চোট কাটিয়ে জশ হ্যাজলউড দলে ফিরতে পারেন।
তিনি বলেন, “রজত-কে কৃতিত্ব দিতে চাই। ওর রেকর্ড রাখতে আমার দায়িত্ব ছিল। হ্যাজলউড সম্ভবত পরের ম্যাচে খেলবে। আমাদের দলে আত্মবিশ্বাস আছে। ম্যাচ উইনার আছে। আমাদের একাদশটা দেখুন, প্রত্যেকেই ম্যাচ ঘোরাতে পারে।”