ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি-তে ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি ৩০ মে জারি করা হবে বলে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হলেন চাকরিহারা ‘অযোগ্য’ শিক্ষকদের একাংশ।
হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা ‘অযোগ্য’ শিক্ষকরা(Calcutta High Court)
বুধবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিহারা ‘অযোগ্য’ শিক্ষকরা। কিন্তু মামলা গ্রহণ করলেন না বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আবেদনকারী ‘অযোগ্য’ শিক্ষকরা বলেন, সুপ্রিমকোর্টের নির্দেশে তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা স্কুলে যেতে পারছেন না। নতুন যে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, সেখানেও তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক।
হস্তক্ষেপ করবে না হাইকোর্ট(Calcutta High Court)
বিচারপতি চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘এই বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে। তাছাড়া বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) গ্রীষ্মবকাশকালীন বেঞ্চ এই বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করবে না।’ প্রসঙ্গত, এর আগে ওএমআর শিটে ত্রুটি এবং র্যাঙ্ক জাম্পের অভিযোগে চাকরি হারানো প্রার্থীরা পৃথকভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দু’ক্ষেত্রেই শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং কেবি বিশ্বনাথনের বেঞ্চ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছিলেন।
আরও পড়ুন: Jobless Teachers: ‘মৃত্যুপরোয়ানা ঘোষণা’ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আবেদন চাকরিহারাদের
হাজরা মোড়ে বিক্ষোভ ‘অযোগ্য’ শিক্ষকদের একাংশের(Calcutta High Court)
আবেদনকারী চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, তাঁরা ১৮০৩ জন মতো ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।তাঁদের বিরুদ্ধে দুর্নীতি এখনও প্রমাণিত হয়নি। তবুও তাঁরা স্কুলে যেতে পারছেন না, এবং বেতনও পাচ্ছেন না। একই দাবিতে তাঁরা বুধবার সকালে কালীঘাটের সামনে হাজরা মোড়ে বিক্ষোভও দেখান। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশি ধরপাকড় শুরু হয়। তারপরেই প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের।
আরও পড়ুন: SSC Notification: চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে, রিভিউয়ের পথ খোলা রেখেই বিজ্ঞপ্তি প্রকাশ