ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিদেশি শিক্ষার্থীদের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণে আরও কঠোর হল মার্কিন প্রশাসন। এবার বিশেষ করে চিনা পড়ুয়াদের লক্ষ্য করেই কড়া অবস্থান নিল হোয়াইট হাউস(US Visa)। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো (Marco Rubio) এক বিবৃতিতে জানিয়েছেন, চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনওভাবে জড়িত, কিংবা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করছেন— এমন ছাত্রছাত্রীদের ভিসা ‘আক্রমণাত্মকভাবে’ বাতিল করার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের।
চিনা পড়ুয়াদের মধ্যে উদ্বেগ (US Visa)
রুবিয়োর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে, বিশেষত চিনা পড়ুয়াদের মধ্যে (US Visa)। তাঁর কথায়, “ভবিষ্যতে গণপ্রজাতন্ত্রী চিন বা হংকং থেকে যাঁরা মার্কিন মুলুকে পড়াশোনা করতে আসতে চান, তাঁদের ভিসা আবেদন কঠোরভাবে খতিয়ে দেখা হবে। কোনও সন্দেহ থাকলে ভিসা বাতিল করা হবে।”এমন কড়াকড়ির ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। মাত্র এক দিন আগেই মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নেয়, ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের যাবতীয় পোস্ট এবং অনলাইন কার্যকলাপ বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। এর জন্য বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলিকে ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তার পরের দিনই রুবিয়োর এই হুঁশিয়ারি স্পষ্ট করে দিল যে, চিনা পড়ুয়াদের উপর বিশেষ নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।
কোন যুক্তিতে এই সিদ্ধান্ত? (US Visa)
জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরে রুবিয়ো বলেন, “আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি পড়ুয়াদের অবাধ প্রবেশে রাশ টানতে হবে (US Visa)। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিদেশি পড়ুয়াদের মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা চাই না, চিনের মতো দেশ আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে তথ্য সংগ্রহ করুক।”এই অবস্থান মার্কিন প্রশাসনের অভিবাসনবিরোধী নীতিরই অংশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর থেকেই অবৈধ অভিবাসন, বিদেশি ছাত্রছাত্রী এবং রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে ভিসা বাতিলের ঘটনা বাড়তে থাকে। প্যালেস্টাইনপন্থী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে অনেক বিদেশি পড়ুয়ার ভিসা ইতিমধ্যেই বাতিল হয়েছে।

আরও পড়ুন: Golden Dome : আমেরিকার অংশ হলে সুরক্ষা দেবে ‘গোল্ডেন ডোম’, কানাডাকে প্রস্তাব ট্রাম্পের
কোন শর্ত লঙ্ঘন করলে ভিসা বাতিল? (US Visa)
আমেরিকার অভিবাসন এবং শুল্ক সংস্থা আইসিই (ICE) এই মাসের শুরুতেই সতর্কবার্তা দিয়ে জানায়, নির্দিষ্ট কিছু শর্ত লঙ্ঘন করলেই ভিসা বাতিল করা হতে পারে (US Visa)। কিছু আমেরিকান বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আমেরিকার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে, যাতে পুনরায় ঢুকতে সমস্যা না হয়।পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ শিক্ষাবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিদেশি পড়ুয়া গিয়েছে ভারত থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ফলে চিনা শিক্ষার্থীদের উপর এমন কড়াকড়ির প্রভাব পড়বে সরাসরি। হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা, গবেষণা ও ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন।

আরও পড়ুন: Rajnath Singh On Pok : পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অঙ্গ, একদিন ফিরে আসবেই! মন্তব্য রাজনাথ সিং-এর
চিনা বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া (US Visa)
এখনও পর্যন্ত চিনা বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি (US Visa)। তবে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে।মার্কো রুবিয়োর বক্তব্যে স্পষ্ট, জাতীয় নিরাপত্তার অজুহাতে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতেও আরও কঠোর হবে, বিশেষত যেখানে চিনা পড়ুয়াদের বিষয় রয়েছে। বিশ্ব রাজনীতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ এক গভীর প্রভাব ফেলতে চলেছে, তাতে সন্দেহ নেই।