ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পয়লা জুন ৩০ বছরের পূর্তি উপলক্ষে বৈশাখী মেলা। অস্ট্রেলিয়ায় (Australia) সিডনিতে (Sydney) বৈশাখী মেলা (Boishakhi Mela) উপলক্ষে পাড়ি দিচ্ছেন সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Pousali Banerjee)। এই প্রথম বাংলার মাটির গান নিয়ে উপস্থিত থাকবেন তিনি বিদেশে। কী কী গান গাইবেন তিনি? কোন কোন গানের রিকোয়েস্ট আছে? প্রস্তুতি কেমন? সঙ্গীত শিল্পী সবটাই জানালেন ট্রাইব টিভিকে।
অস্ট্রেলিয়া সফর (Pousali Banerjee)
সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Pousali Banerjee) সাত দিনের জন্য যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে। পুজোর সময় অনেকে শিল্পী বিদেশে যান শো করতে। তবে তিনি পুজো ছাড়া অন্য বিষয় নিয়ে যাচ্ছেন সিডনি সফরে। কিন্তু বেশিদিন থাকতে পারবেন না তিনি। কারণ কলকাতায় শো আছে। অস্ট্রেলিয়া থেকে ফিরে কলকাতার চাকদায় শো আছে তাঁর।
মাটি গন্ধ বিদেশে পৌঁছানো (Pousali Banerjee)
এই প্রথম বাংলার কোনও শিল্পী বিদেশে যাচ্ছেন এমনটা নয় (Pousali Banerjee)। আগেও বহু শিল্পী বিদেশে গেছেন শো করতে। তবে এবার একটু অন্যরকম, কারণ একটাই। পৌষালী শুধুমাত্র মাটির গন্ধ লেগে থাকা মাটির গান গাইবেন বিদেশে। এতে তিনি খুবই খুশি । কারণ তাঁর জীবনে গান মানে এক অদ্ভুত রকমের ভালোবাসা। আর সেই গানের জন্যই এত দূর সফর।
প্রস্তুতি
প্রথমবার তাও আবার একা অন্য কোনও শিল্পী সাথে নেই। পৌষালীর শোয়ের প্রস্তুতি কেমন? তিনি জানান, মূলত যে গানগুলো আগাগোড়া গেয়ে থাকেন, সেগুলি অবশ্যই থাকবে। কিছু নতুন গানও যুক্ত হয়েছে। তাছাড়া যখন যেমন রিকোয়েস্ট আসবে, তখন সেই রকমই গাইবেন তিনি। তবে কিছু গানের রিকোয়েস্ট এসেছে যেমন – ভাষণ রাজার গান, রাধামোহনের গান, ভান্ডারী গান, মহাজনী গান। এছাড়াও ‘পিন্দারে পলাশের বন’ না গাইলে মনে হয় সবটাই বৃথা।
আরও পড়ুন: Amitabh Bachchan: বড় টার্গেট অমিতাভের, পছন্দ অযোধ্যা! বিনিয়োগ করছেন কোটি কোটি টাকা
পোশাকের কোনও থিম নিয়ে ভাবা হয়েছে? এর উত্তরে তিনি জানান, নির্দিষ্ট কোনও থিম না থাকলেও সবাইকে কেমন দেখতে লাগবে, কি করে সাজবে, এগুলো নিয়ে এক অদ্ভুত আনন্দ মনে কাজ করছে শিল্পীর। তবে তিনি এও জানান যে, তাঁর মিউজিশিয়ানরা যেমন পাজামা পাঞ্জাবি পরে তেমনি পরবেন। আর তিনি তো অবশ্যই শাড়ি পরবেন। সাথে কালার কম্বিনেশন, যেটা আগা গোড়াই তাঁর পোশাকে দেখতে পাওয়া যায়।
মাটির গন্ধ
শিল্পী পৌষালীর সবচেয়ে ভালো লাগার বিষয় হল, মাটির গন্ধ নিয়ে যাওয়া ওখানে। মাটির গন্ধ নিয়ে এতটা পথ জার্নি করবেন তিনি। ওখানকার মানুষ সেই মাটির গন্ধ অনুভব করতে পারবে। শিল্পীর বিদেশ সফরে তাঁর মা-বাবা খুব খুশি। পৌষালীর মা বলেন, “অনেক কষ্ট করে গান শিখিয়েছি, ভগবান বসে বসে সেটার ফল দিচ্ছেন।”
আরও পড়ুন: Saiyaara: প্রেম থাকলেও গল্প অন্য! অনন্যা পাণ্ডের ভাইয়ের এন্ট্রি বলিউডে
অনেক দিনের ইচ্ছা
অস্ট্রেলিয়ার সিডনিতে বৈশাখী মেলা উপলক্ষ্য হলেও পৌষালীর অনেক দিনের ইচ্ছা, সিডনি অপেরা হাউস দেখার। আর তিনি মনে করেন, সুযোগ পেলে তিনি দেখে আসবেন অপেরা হাউস। তাঁর বহুদিনের ইচ্ছা পূরণ হবে। তবে শিল্পীর নিজের কাছে এক বড় পাওয়া বলে মনে করেন। কারণ মে মাসে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় অনুষ্ঠানটি ক্যান্সেল করে দেওয়া হয়। তাই কৌশানি মনে করেন ,চাইলেই অনুষ্ঠানের আয়োজকরা অনুষ্ঠানটি ক্যান্সেল না করতে পারতেন। কিন্তু তাঁর অপেক্ষায় ওনারা ছিলেন। আর এটাকে অনেক বড় পাওয়া বলে মনে করেন তিনি। শিল্পীর সিডনি সফরে অনুরাগীরা অনেক খুশি। পৌষালীকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।