ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময়ের সঙ্গে বদলাচ্ছে সম্পর্কের ধরণ এবং উপহারের (Jamai Sasthi 2025) চাহিদাও। আজকের শাশুড়ি-মামাজামাইয়ের বন্ধুত্ব আর ঐতিহ্যগত রীতিনীতি যেমন একটু আলাদা, তেমনই আধুনিকতার ছোঁয়াও তাদের সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলেছে। আগে জামাইষষ্ঠীর দিনে শাশুড়ি হাতপাখা দিয়ে জামাইকে স্নেহের খাবার পরিবেশন করতেন, এখন সেই রেওয়াজ অনেকটাই কমে এসেছে। কিন্তু ভালোবাসা আর সম্মানের প্রকাশ তো থাকবেই। তাই এই বিশেষ দিনে শাশুড়ির জন্য এমন উপহার বাছাই করা জরুরি, যা যুগের সঙ্গে খাপ খায়, সময়ের দাবি মেটায়।
জীবনধারা বদলেছে (Jamai Sasthi 2025)
আজকাল শাশুড়ির জীবনধারা (Jamai Sasthi 2025) বদলেছে। শুধু রান্নাঘরের গ্যাজেট বা শাড়ি-সাজসজ্জায় সীমাবদ্ধ থাকেন না তাঁরা। মোবাইল, ট্যাব, ওটিটি প্ল্যাটফর্মেও সমান সক্রিয়। তাই উপহার নির্বাচনের ক্ষেত্রেও আধুনিকতা ও কার্যকারিতা যেন বেশি গুরুত্ব পায়। জামাইদের জন্য এমন পাঁচটি উপহারের পরামর্শ যা শাশুড়ি সত্যিই পছন্দ করবেন।
প্রথমত (Jamai Sasthi 2025)
স্মার্ট ওয়াচ। আজকের স্বাস্থ্য (Jamai Sasthi 2025) সচেতন যুগে এটি নিঃসন্দেহে এক জনপ্রিয় ও দরকারি উপহার। শাশুড়ির যদি ব্যস্ততা থাকে, তবু স্মার্ট ওয়াচের মাধ্যমে তাঁরা নিজের দৈনিক পদক্ষেপ, হার্ট রেট, রক্তচাপ ইত্যাদি নজর রাখতে পারবেন। এতে শারীরিক সুস্থতা নিয়ন্ত্রণে রাখতে অনেক সুবিধা হয়। বাজারে সাশ্রয়ী দামে স্মার্ট ওয়াচ পাওয়া যায়, যা বাজেটের মধ্যেই আনা যায়।
দ্বিতীয়ত,
ই-বুক রিডার। অনেক শাশুড়ি বই পড়তে ভালোবাসেন, কিন্তু কর্মব্যস্ততায় সময় পান না। ই-বুক রিডার উপহার দিলে তারা যেকোনো সময় নিজের পছন্দের বই পড়তে পারবেন। নানা ব্র্যান্ডের ই-বুক রিডার এখন সহজলভ্য, আর সঙ্গে কিছু সাবস্ক্রিপশন করিয়ে দিলে হাজার হাজার বই হাতের মুঠোয় চলে আসবে। এটা শিক্ষাজীবন ও মানসিক বিকাশের জন্য দারুণ উপহার।
তৃতীয়ত,
গানের রেডিয়ো। গান শুনতে সবাই ভালোবাসে। এমন একটি রেডিয়ো, যেখানে আগেই বহু জনপ্রিয় গান সংরক্ষিত থাকে, শাশুড়ির মন ভালো রাখবে। কিশোরকুমার থেকে লতা মঙ্গেশকর কিংবা বিভিন্ন ভারতীয় ও পাশ্চাত্য সঙ্গীতের বিকল্প পেয়ে যাবেন। এর আকার ঐতিহ্যগত রেডিয়োর মতো হওয়ায় শুনতে আরামদায়ক হবে এবং স্মৃতির নস্টালজিও ফিরিয়ে আনবে।
চতুর্থ,
জিমের সদস্যপদ। স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ। বয়সের সঙ্গে শরীরের যত্নের প্রয়োজন বাড়ে। তাই জামাইয়ের পক্ষ থেকে শাশুড়ির জন্য জিম সদস্যপদ করিয়ে দিলে ভালো লাগবে। এটা শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। বর্তমানে অনেক জিমেই মাঝারি মেয়াদের সদস্যপদ পাওয়া যায়, সঙ্গে থাকে বিশেষ ছাড়ও।
সবশেষে,
গিফট ভাউচার। সময় খুব কম এবং শাশুড়ির পছন্দ ঠিক করে দেওয়া কঠিন হলে অনলাইনে গিফট ভাউচার কেনাই শ্রেয়। আজকাল ই-কমার্স প্ল্যাটফর্ম এবং বিভিন্ন স্টোর থেকে সহজেই পছন্দমতো মূল্য নির্ধারণ করে গিফট ভাউচার কেনা যায়। সেটি ইমেল বা এসএমএসের মাধ্যমে সরাসরি শাশুড়ির কাছে পৌঁছে দেওয়া যায়। এতে তার নিজের পছন্দমতো উপহার বাছাই করার সুযোগ থাকে।
আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণে বৃষ্টি বিদায়, উত্তরে জারি সতর্কতা, আসল বর্ষা আসবে কবে?
অতএব, জামাইষষ্ঠীর দিন শাশুড়িকে আনন্দ দিতে চাইলে এই আধুনিক ও ব্যবহারিক উপহারগুলো বেছে নিতে পারেন। এতে সম্পর্ক হবে আরও মজবুত, আনন্দের মুহূর্তগুলো আরও স্মরণীয় হবে। সময় বদলাচ্ছে, তবে ভালবাসার বন্ধন যেন সব সময় অটুট থাকে!