ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার টিভির পর্দায় ‘পুষ্পা ২’ (Pushpa 2), আজ্ঞে হ্যাঁ। ঘরে বসে আপনার বাড়ির টিভিতেই দেখতে পাবেন ‘পুষ্পা ২’ ছবিটি। বিশেষ করে যারা এখনও সিনেমা হলে গিয়ে ‘পুষ্পা ২’ ছবিটি দেখেননি, তাঁদের জন্য এটা একটা বড় সুযোগ। আরও যদি আপনি হয়ে থাকেন আল্লু অর্জুনের (Allu Arjun) ফ্যান, তাহলে তো আর কোনও কথাই হবে না। কিন্তু কবে দেখতে পাবেন ? কটার সময় দেখতে পাবেন ? কোন চ্যানেলে দেখা যাবে ‘পুষ্পা ২’?
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা ছবি (Pushpa 2)
‘পুষ্পা ২’ (Pushpa 2) শুধু একটা বিগ বাজেটের ছবি নয়, বলা ভালো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা একটা ছবি। যে ছবি নিয়ে একটা সময় উত্তেজনার ঝড় উঠেছিল। যার রেশ এখনও রয়ে গেছে। এই ছবিকে কেন্দ্র করে একদিকে যেমন সফলতা আর জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন, অপরদিকে আইনি জটিলতাতেও পড়তে হয়েছিল অভিনেতাকে। ‘পুষ্পা’র পর ‘পুষ্পা ২’, পর্দায় আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার কেমিস্ট্রির পাশাপাশি টানটান একটা গল্প দর্শকদের যে পছন্দ হয়েছিল তা বলাই বাহুল্য।
দেখানো হয় ওটিটি প্ল্যাটফর্মে (Pushpa 2)
‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তি পায় ২০২৪ সালে। বড়পর্দায় এই ছবি ব্যাপক সাফল্য পায়। ২০২৫ সালে জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি আবারও দেখানো হয়। সেখানেও ছবিটি সাফল্য চোখে পড়ার মতো।
আরও পড়ুন: Ranojoy Bishnu: বাড়ি লণ্ডভণ্ড, গায়ে অজানা আঁচরের দাগ! বাস্তবে ভূতের মুখে রণজয় ?
দেখা যাবে টিভির ছোটপর্দায়
এবার ছোট পর্দায়। কবে দেখতে পাওয়া যাবে টিভির পর্দায়? ৩১ মে সন্ধ্যে ৭:৩০ জি সিনেমায় সম্প্রচারিত হবে ‘পুষ্পা ২’। অর্থাৎ টিভিতে মুক্তি পাওয়া মানে, ঘরে ঘরে পৌঁছে গেল ছবিটি। এই ছবিটি সিনেমা জগতে নিঃসন্দেহে এক বিশাল বড় সাফল্য। মনে করা হয়, করোনা পরবর্তী কালে প্রযোজক, পরিচালকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, তা থেকে কিছুটা নিরাময় হয়েছে এই ছবির সাফল্যের মাধ্যমে। এবার টিভির পর্দায় আসার খবরে উৎসাহিত ছোট পর্দার দর্শকরা।
আরও পড়ুন: Sreeleela: ফাঁস শ্রীলীলার গায়ে হলুদের ছবি! বিয়ে করছেন কার্তিককে?
ছবির গল্প
ছবিতে আল্লু অর্জুন (Allu Arjun) পুষ্পা রাজ নামে এক দিনমজুর শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেন। পুষ্পা রাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ছবিটিতে দেখানো হয়েছে, পুষ্পা রাজ কিভাবে ধীরে ধীরে লাল চন্দন কাঠ চালান সিন্ডিকেটের মূল সদস্য হয়ে ওঠেন। আল্লু অর্জুন তার চরিত্র “পুষ্পা রাজ”-এর মাধ্যমে একটা আইকনিক ইমেজ তৈরি করেছেন। তাঁর ডায়ালগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকশন মুগ্ধ করেছে দৃশ্য দর্শকদের। ছবিটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। পুষ্পা ২ এর মাধ্যমে সামাজিক শ্রেণী, দুর্নীতি, এবং সংগ্রামের বাস্তব রূপ তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষকে স্পর্শ করে।