ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশে করোনাভাইরাসের (Covid 19) সংক্রমণ গত কয়েকদিনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের জনসংখ্যার তুলনায় মোট আক্রান্তের সংখ্যা এখনও অনেক বেশি না হলেও, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, যা পরিস্থিতিকে জটিল করে তুলছে।
সরকারি তথ্য (Covid 19)
সরকারি তথ্য অনুযায়ী, আজকের দিন পর্যন্ত সক্রিয় করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা ৩,৭৫০ ছাড়িয়ে গিয়েছে। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের হার প্রায় ১,২০০ শতাংশ বেড়েছে। ২২ মে দেশজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭, যা মাত্র এক সপ্তাহের মধ্যেই বেড়ে ৩,৭৫০-এর উপরে পৌঁছেছে। শুক্রবার এবং শনিবার মিলিয়ে নতুন রোগীর সংখ্যা প্রায় ৬৮৫ হয়েছে।
দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যে (Covid 19)
সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে দক্ষিণ ও পশ্চিম ভারতের কয়েকটি (Covid 19) রাজ্যে। কেরল রাজ্যে বর্তমানে সবচেয়ে বেশি ১,৩৩০ এরও বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে। গত শুক্রবার সেখানে নতুন করে ১৮৯ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে বর্তমানে ৪৬৭ সক্রিয় আক্রান্ত রয়েছে, দিল্লিতে ৩৭৫, গুজরাটে ২৬৫, কর্ণাটকে ২৩৪, পশ্চিমবঙ্গে ২০৫ এবং তামিলনাড়ুতে ১৮৫ জন করোনা রোগী রয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশে ১১৭ জন, রাজস্থান ৬০, পুডুচেরি ৪১, হরিয়ানা ২৬, অন্ধ্রপ্রদেশ ১৭ এবং মধ্যপ্রদেশে ১৬ জন সক্রিয় আক্রান্ত রয়েছে।
ভ্যারিয়েন্টগুলো বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে
দেশের স্বাস্থ্য সংস্থা আইসিএমআর জানিয়েছে, পশ্চিম ও দক্ষিণ ভারতে নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টগুলো মূলত ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা জানিয়েছেন, LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 নামের ভ্যারিয়েন্টগুলো বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো এবারও এই নতুন ভ্যারিয়েন্টগুলো দাপট দেখাচ্ছে।
করোনা সংক্রমণে ২৮ জনের মৃত্যু
ডাঃ রাজীব বাহল, আইসিএমআর প্রধান, জানিয়েছেন যে করোনার সংক্রমণ প্রথমে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃদ্ধি পেয়েছিল, তারপর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এবং এখন উত্তর ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে ২৮ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন কেরলের, একজন কর্ণাটকের এবং দুইজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে
পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। রাজ্যে এখন পর্যন্ত ২৮৭ জন করোনা আক্রান্ত রয়েছেন, গত একদিনে নতুন করে ৮২ জন সংক্রমিত হয়েছেন। এর ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চাপে পড়েছে। বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জনসমাগম এড়ানো, মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া নিয়মিত পালন করতে বলা হয়েছে। কোভিড টিকা নেওয়ার পাশাপাশি কেউ শারীরিক অসুস্থতা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: PantaVat: পান্তাভাতের আদর্শ সঙ্গী কারা? দেখুন তো লিস্টে আছে কিনা এসব খাবার?
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার সম্ভাবনা রয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষেরকে সচেতন থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।