ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ (OBC reservation) নিয়ে নতুন বিধি তৈরি করেছে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয়।
১৪০টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত (OBC reservation)
হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি (OBC reservation) নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে যে ৬৬ টি জাতি ছিল, তা কমিয়ে ৬৪ করা হয়েছে। এবং নতুন করে সেই তালিকায় যুক্ত করা হয়েছে আরও ৭৬ নতুন জাতিকে। ফলে সব মিলিয়ে জাতির সংখ্যা দাঁড়াল ১৪০।
হাইকোর্টের নির্দেশ (OBC reservation)
উল্লেখ্য, গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে রাজ্যে ইস্যু হওয়া ৭৭ টি সম্প্রদায়ের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। যার জেরে রাজ্যে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট (OBC reservation) বাতিল হয়ে যায়। এবং নতুন করে সমীক্ষা করে ‘পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস’ কে তালিকা দেওয়ার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট।
আরও পড়ুন : Covid 19: পশ্চিমবঙ্গে ফের বাড়ছে করোনা, প্রথম মৃত্যুতে জারি সতর্কতা!
কারা ওবিসি সম্প্রদায় ভুক্ত হবে? সার্ভে শুরু
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত মার্চে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে রাজ্য জানায়, কারা ওবিসি সম্প্রদায় ভুক্ত হবে, তার সার্ভে ইতিমধ্যেই শুরু হয়েছে। ‘পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস’ তা খতিয়ে দেখছে। তা সম্পূর্ণ হতে তিন মাস সময় লাগবে। তাই আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। রাজ্যের আবেদন মেনে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় জুলাই মাসেই এই মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন : WB Dengue Situation: কলকাতায় করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গি–ম্যালেরিয়া, বাড়ছে উদ্বেগ!
অপরদিকে, ওবিসি’র নতুন সমীক্ষাকে চ্যালেঞ্জ করে আবার কলকাতা হাইকোর্টে সম্প্রতি নতুন করে একটি মামলা হয়েছে। কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, ‘রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’-কে তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই মামলার শুনানি রয়েছে আগামী ১৯ জুন।