ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্ত্ৰাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরের ৩ সরকারি কর্মীকে বরখাস্ত করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা(Government Employees)। শুধু তাই নয়, ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।এদিকে, চলতি মাসেই জঙ্গি দমনে অপারেশন সিঁদুরের পর প্রথমবার জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার আগে এই খবর প্রকাশ্যে আসতেই হুলুস্থূল পড়ে গিয়েছে গোটা উপত্যকায়।
৩ জন সরকারি কর্মী বরখাস্ত (Government Employees)
সরকারি সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-তৈবা (এলইটি) এবং হিজবুল মুজাহিদ্দিন (এইচএম) সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে ৩ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে(Government Employees)। ওই তিনজন সরকারি কর্মীদের মধ্যে একজন হলেন মালিক ইশফাক নাসির। তিনি পুলিশ কনস্টেবল। ২০০৭ সালে রাজ্য পুলিশে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে মালিকের ভাই আসিফ নাসিরেরও একটি অস্ত্র চোরাচালান মামলায় নাম জড়িয়েছিল। ২০১৯ সালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় আসিফ। অন্যদিকে, আজাজ আহমেদ স্কুল শিক্ষা দফতরে কর্মরত এবং ওয়াসিম আহমেদ খান শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজের জুনিয়র এসিস্টেন্ট।তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল। তদন্তে অভিযোগের সারবত্তা প্রমাণিত হয়। তারপরেই শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে ওই তিন জনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর।

জঙ্গি সংগঠনের জন্য কাজ (Government Employees)
এজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার কথায়, ‘বরখাস্ত হওয়া কর্মচারীরা পাকিস্তানের বিভিন্ন নিষিদ্ধ গোষ্ঠীর হয়ে সক্রিয় ভাবে কাজ করছিলেন বলে অভিযোগ(Government Employees)। এঁরা পুলিশ এবং অন্যান্য সরকারি বিভাগের পদে কর্মরত ছিলেন।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মালিক লস্করের হয়ে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের কাজ করতেন। শুধু তাই নয়, তিনি পহেলগাঁওয়ের জঙ্গিদের অস্ত্র ও গোলাবারুদ জোগাড় ও সরবরাহও করেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে, পেশায় শিক্ষক আজাজ হিজবুলের হয়ে কাজ করতেন। অভিযোগ, পুঞ্চে জঙ্গিদের অস্ত্র ও মাদক পাচারে সহায়তা করতেন তিনি। জঙ্গিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে ওয়াসিমেরও। ২০১৮ সালে সাংবাদিক সুজাত বুখারি ও তাঁর দুই রক্ষীকে হত্যার ঘটনায় নাম জড়িয়েছিল শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজে সহকারী হিসাবে কর্মরত ওয়াসিমের। সেই ঘটনায় এখনও তদন্ত চলছে। তার মাঝেই এবার তাঁদের চাকরি থেকে বরখাস্ত করল সে রাজ্যের সরকার।
আরও পড়ুন- Shashi Tharoor: ‘কাউকে ভারতকে থামাতে…!’ মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা শশীর থারুরের
উপত্যকায় নিরাপত্তা বৃদ্ধি (Government Employees)
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল(Government Employees)। তার পর থেকেই নিরাপত্তা বেড়েছে উপত্যকায়। কেউ পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, সে সব খতিয়ে দেখতে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তার তদন্তে নেমেই ওই তিন জনের বিষয়ে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গত বছর জঙ্গি যোগের অভিযোগে এমন ৭০ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন- Kamal Haasan: ‘আপনি কী ইতিহাসবিদ?’ কমল হাসানকে ভর্ৎসনা আদালতের
প্রধানমন্ত্রীর সফর (Government Employees)
সরকারি সূত্রে খবর, চলতি মাসের ৬ জুন নাগাদ জম্মু কাশ্মীরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Government Employees)। তাঁর এই সফরে রয়েছে একগুচ্ছ কর্মসুচি। এর আগে ১৯ এপ্রিল কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেই সফর বাতিল হয়ে যায়। আর তার দুদিন পরই ঘটে পহেলগাঁও পর্যটকদের উপর নৃশংস হত্য়াকাণ্ডের ঘটনা। পিএমও দফতর সূত্রে খবর, দেশের বাকি অংশের সঙ্গে বন্দেভারত ট্রেনতে সংযুক্ত করতে জম্মু কাশ্মীরের কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দেভারত ট্রেনের উদ্বোধন করবেন তিনি।
