ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী মোদী পহেলগামের (PM Modi in Katra) স্থানীয় ঘোড়ার মালিক সৈয়দ আদিল হুসেন শাহের কথাও উল্লেখ করেন, যিনি ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার সময় পর্যটকদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। আদিল পর্যটকদের উপর গুলি চালানো থেকে আক্রমণকারীদের থামানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে এবং তাকে গুলি করে হত্যা করা হয়।
কাশ্মীরের উন্নয়ন থামবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর (PM Modi in Katra)
৬ জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও কড়া ভাষায় পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুললেন (PM Modi in Katra)। তিনি জানালেন, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলা শুধু নিরীহ পর্যটকদের নয়, মানবতা ও কাশ্মীরিয়তের ওপরেই আঘাত করেছিল। এর উদ্দেশ্য ছিল দেশে দাঙ্গা লাগানো। তিনি বলেন, “এই হামলা জম্মু ও কাশ্মীরের উন্নয়নকে রুখতে পারবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, কাশ্মীরের যুবকদের স্বপ্ন পূরণে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের আগে আমাকে সামলাতে হবে।”
পাহেলগাঁও হামলার পর মোদীর প্রথম কাশ্মীর সফর (PM Modi in Katra)
এই সফর ছিল পাহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রীর প্রথম জম্মু-কাশ্মীর সফর (PM Modi in Katra)। উল্লেখযোগ্যভাবে, ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর নিখুঁত আঘাত হানে ভারতীয় সশস্ত্র বাহিনী। এই অভিযান ছিল ২২ এপ্রিল পাহেলগাঁও হামলার প্রতিক্রিয়া, যেখানে ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। মোদী বলেন, “পাহেলগাঁও হামলায় পাকিস্তান মানবতা ও কাশ্মীরিয়তের ওপর আঘাত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল দাঙ্গা ছড়ানো, মানুষের রোজগার বন্ধ করে দেওয়া। তাই তারা পর্যটকদের টার্গেট করেছিল। গত কয়েক বছরে কাশ্মীরে পর্যটন ব্যাপকভাবে বেড়েছে। বহু মানুষের বাড়ি চলে পর্যটনের ওপর। সেটাকেই ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তান।”
সৈয়দ আদিল শাহের নাম উল্লেখ মোদীর
মোদী পাহেলগাঁওয়ের স্থানীয় ঘোড়াওয়ালা সৈয়দ আদিল হুসেন শাহের কথাও উল্লেখ করেন। তিনি সেই মানুষ, যিনি পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বলি দেন। খবর অনুযায়ী, আদিল আততায়ীদের থামানোর চেষ্টা করেন, এবং তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আরও পড়ুন: Dino Morea: ৬৫ কোটির দুর্নীতি! অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে তল্লাশি ইডি-র c
অপারেশন সিঁদুরের কথা স্মরণ করালেন মোদী
মোদী বলেন, “আজ ৬ জুন… ঠিক এক মাস আগে, ৬ মে’র রাতটা পাকিস্তানি জঙ্গিদের জন্য কালরাত্রি ছিল। পাকিস্তান যতবার ‘অপারেশন সিঁদুরের’-এর নাম শুনবে, ততবার লজ্জার সেই পরাজয় মনে পড়বে। পাকিস্তানি সেনা ও জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি, ভারত এত গভীরে গিয়ে তাদের ঘাঁটি ধ্বংস করবে। কয়েক মিনিটের মধ্যেই তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো মাটির সঙ্গে মিশে যায়।”
৪৬ হাজার কোটির উন্নয়ন প্রকল্পের সূচনা
এর আগে, কাটরায় প্রধানমন্ত্রী মোদী ৪৬,০০০ কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি উদ্বোধন করেন চেনাব সেতু, বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজ, এবং অঞ্জি সেতু, ভারতের প্রথম ক্যাবল-স্টেইড রেল ব্রিজ। সেইসঙ্গে কাটরা ও শ্রীনগরের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। এর পর ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি।