ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার কানাডায় সাংবাদিককে চরম হেনস্থা করার অভিযোগ উঠেছে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে(Canadian Journalist)।ঘটনাটি ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভারে। আর ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই কানাডিয়ান সাংবাদিক। তাঁর অভিযোগ, খালিস্তানপন্থীরা তাঁকে হুমকিও দিয়েছে।
ঘটনার বিবরণ (Canadian Journalist)
ওই সাংবাদিকের নাম মোচা বেজিরগান(Canadian Journalist)।তাঁর পেশা অপরাধমূলক ঘটনার তথ্য অনুসন্ধানের সঙ্গে যুক্ত সাংবাদিকতা। মোচা বেজিরগানের অভিযোগ, তিনি ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশে খালিস্তানি বিক্ষোভ কভার করছেন। এই কারণেই খালিস্তানিরা তাকে প্রভাবিত করতে এবং টাকা দিয়ে কিনতে চাইছে। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা মাত্র ২ ঘন্টা আগে ঘটেছে এবং আমি এখনও কাঁপছি। আমার চারপাশে একাধিক খালিস্তানি ছিল যারা গুন্ডার মতো আচরণ করছিল। তারা আমাকে ঘিরে ধরেছিল, আমাকে হুমকি দিচ্ছিল। তারা আমার হাত থেকে আমার ফোন কেড়ে নিয়েছিল।’

সাংবাদিককে শারীরিক হেনস্থা (Canadian Journalist)
তিনি আরও বলেন, ‘এটা এমন একজন ব্যক্তি করেছেন যিনি দীর্ঘদিন ধরে অনলাইনে আমার বিরুদ্ধে কুমন্তব্য করছেন(Canadian Journalist)। আমি কানাডা, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডে খালিস্তানের বিক্ষোভ কভার করে আসছি… আমার একমাত্র লক্ষ্য হল স্বাধীন সাংবাদিকতা করা, কী ঘটছে তা রেকর্ড করা এবং রিপোর্ট করা। যেহেতু আমি সম্পাদকীয়ভাবে স্বাধীন, তাই কিছু লোককে হতাশ করে। তারা আমাকে প্রভাবিত করতে চায়, তারা আমাকে কিনতে চায়। সে এমনকি কানাডার নাগরিকও নয়। সে ব্রিটেন থেকে এসেছে।’ তিনি খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডার উত্তেজনা প্রসঙ্গও তুলে ধরেছেন। তাঁর কথায়, এটি দেশের রাজনৈতিক বিষয়। তারা হত্যাকারীদের তাদের পূর্বপুরুষ বলে উল্লেখ করে। খালিস্তানপন্থীরা বলে যে তারা ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের বংশধর।
আরও পড়ুন-Manipur: শান্ত হলেও পরক্ষণে উত্তপ্ত! কেন অগ্নিগর্ভ মণিপুর?
ভিডিও প্রকাশ (Canadian Journalist)
প্রমাণ হিসেবে ওই সাংবাদিক দুটি ভিডিও শেয়ার করেছেন(Canadian Journalist)। একটি ভিডিওতে দেখা গেছে, খালিস্তানি পতাকা হাতে একদল খালিস্তানপন্থী ওই সাংবাদিককে হুমকি দিচ্ছে।এছাড়াও তিনি এক খালিস্তানপন্থীর হুমকির মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন।গত বছরও খালিস্তানিরা তাকে হেনস্থা করেছিল, তখন সাংবাদিক কিছু ফুটেজ শেয়ার করেছিলেন।

আরও পড়ুন-Amit Shah: ২০২৬-এ বাংলা ও তামিলনাড়ু দখল! হুংকার শাহের
ভারত-কানাডা সম্পর্ক (Canadian Journalist)
উল্লেখ্য, খালিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তার তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। এরপরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ তোলে তৎকালীন ট্রুডো সরকার। চিড় ধরে ভারত-কানাডা সম্পর্কেও। ট্রুডোর ওই অভিযোগের পর, প্রধানমন্ত্রী মোদী কানাডাকে পাল্টা দোষারোপ করেন বিচ্ছিন্নতাবাদী, খলিস্তানপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর দায়িত্বে এসে মার্ক কার্নি স্পষ্টবার্তা দিয়েছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্কের। এদিকে মার্ক কার্নির ফোন পেয়ে জি৭ সামিটে যোগ দেবেন বলে জানিয়েছেন মোদী।
