ঘর থেকে সরিয়ে ফেলুন—বাস্তু মতে নেতিবাচক শক্তি দূর করুন
বন্ধ ঘড়ি: জীবনে স্থবিরতা ও বাধা আনে। মেরামত করুন বা সরিয়ে দিন।
ভাঙা কাচ ও আয়না: দুর্ভাগ্য ও নেতিবাচকতা বয়ে আনে। দ্রুত ফেলে দিন।
মরচে ধরা ও ক্ষতিগ্রস্ত জিনিস: আর্থিক সংকট ও অসুস্থতার কারণ। বদলে ফেলুন।
কাঁটাযুক্ত ও শুকনো গাছ: নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। সবুজ গাছ রাখুন।
আবর্জনা ও ময়লা: ঘরে সুখ-সমৃদ্ধি আসে না। নিয়মিত পরিষ্কার রাখুন।
পুরনো ক্যালেন্ডার: নেতিবাচক শক্তি নিয়ে আসে। নতুন ক্যালেন্ডার ব্যবহার করুন।
ঘর থেকে এগুলো সরিয়ে আনুন সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি