মঙ্গলে অমঙ্গল হবে না তো? জানুন আজকের রাশিফল…

মেষ ও বৃষ কাজের সুযোগ ও আর্থিক উন্নতির সম্ভাবনা। আত্মবিশ্বাস বাড়বে।

মিথুন ও কর্কট সৌভাগ্য ও মানসিক ভারসাম্য বজায় রাখুন। সম্পর্কের গুরুত্ব দিন।

সিংহ ও কন্যা দলগত সাফল্য ও বাস্তব সিদ্ধান্তের দিন। ব্যয়ের দিকে সতর্ক থাকুন।

তুলা ও বৃশ্চিক সম্পর্ক উন্নয়ন ও দায়িত্বপূর্ণ আচরণে জোর দিন। আবেগে না ভেসে যুক্তি প্রাধান্য দিন।

ধনু ও মকর সাহস ও পরিবার থেকে প্রেরণা পাবেন। আত্মবিশ্বাসে দিনটি কাটবে।

কুম্ভ ও মীন নেতৃত্ব ও বুদ্ধিমত্তা কাজে লাগান। খরচে নিয়ন্ত্রণ জরুরি।

দিনের বার্তা ধৈর্য ও সতর্ক চিন্তাভাবনায় সাফল্য অর্জন সম্ভব।