ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পুরসভা শূন্য পদের সংখ্যা পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠালে সাত দিনের মধ্যে পুর ও নগরোন্নয়ন দফতরকে নিয়োগের অনুমতি দিতে হবে। এবং সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। ২০১০ সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। এবং আইন অনুযায়ী তারা ৭ শতাংশ সংরক্ষণ পাবে। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের।
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (Calcutta High Court)
গত বছরের ২২ শে মে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হবার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয় (Calcutta High Court)। অভিযোগ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওবিসি শংসাপত্র বাতিলের রায়ের পরেও কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে মোট ৭৮ শূন্যপদের মধ্যে ‘ওবিসি(এ)’-র জন্য আটটি এবং ‘ওবিসি (বি)’-র জন্য পাঁচটি পদ সংরক্ষিত ছিল।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার (Calcutta High Court)
সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা দায়ের হয়(Calcutta High Court)। বুধবার বিচারপতি কৌশিক চন্দ কলকাতা পুরসভার কমিশনার এবং কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালত জানতে চায়, গত বছর ২২ মে হাইকোর্টের নির্দেশে ২০১০ সালের পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও কী ভাবে সংরক্ষণের কথা জানিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পুরসভা ও কমিশন? মামলাকারীর আইনজীবী আদালতে অভিযোগ করেন, ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। তাই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে। পুরসভা ও কমিশনের আইনজীবীরা আদালতে জানান, ওবিসি সার্টিফিকেট নিয়ে ডিভিশন বেঞ্চের রায় বুঝতে সমস্যা হয়েছিল। তাই আগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Iran Israel Conflict : খামেনেই হত্যার সম্ভাবনায় বাড়ছে উত্তাপ! রাশিয়ার পদক্ষেপ কী হবে?
নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে (Calcutta High Court)
বিচারপতি কৌশিক চন্দ তাঁর পর্যবেক্ষণে বলেন, অযথা বিষয়টিকে নিয়ে জটিলতা তৈরি করা উচিত নয়(Calcutta High Court)। হাইকোর্ট ওবিসি মামলার নির্দেশে কোনও নিয়োগের ক্ষেত্রে কারও হাত বেঁধে দেয়নি। রায়ে পরিষ্কার বলা আছে, ২০১০ সালের আগের ৬৬টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। তাদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে। এর পরেই আদালত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে ছাড়পত্র দেয়।

আরও পড়ুন: Toilet In Petrol Pump : পেট্রল পাম্পের শৌচালয় সকলের জন্য নয়, স্পষ্ট করলো কেরল হাই কোর্ট!
ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ (Calcutta High Court)
২০২৪-শের ২২ শে মে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হবার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়(Calcutta High Court)। অভিযোগ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওবিসি শংসাপত্র বাতিলের রায়ের পরেও কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে মোট ৭৮ শূন্যপদের মধ্যে ‘ওবিসি(এ)’-র জন্য আটটি এবং ‘ওবিসি (বি)’-র জন্য পাঁচটি পদ সংরক্ষিত ছিল।