দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার দাপট, বৃষ্টি চলবে কতদিন?
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে চলছে বর্ষার দাপট, কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টি।
কলকাতা সহ দক্ষিণে কিছুটা স্বস্তি, তবে এখনও আকাশে মেঘের আনাগোনা।
উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল।
আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, চলবে রিমঝিম বৃষ্টি।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবার বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
৩৫-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, জারি হয়েছে সতর্কতা।
বর্ষা ধেয়ে আসছে উত্তর-পশ্চিম ভারতের দিকেও, ধাপে ধাপে ঢুকছে রাজ্যগুলোতে।