আজকের সোনার দর ও কেনার গাইড, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

শুক্রবার আবার বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ৯৮৫৯ টাকায়।

২২ ক্যারেট সোনার দাম ৯৩৬৫ টাকা, বিক্রি করতে মিলবে ৮৯৭১ টাকা প্রতি গ্রামে।

১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭৬৯০ টাকায় প্রতি গ্রাম।

রুপোর দামও ঊর্ধ্বমুখী, এক কেজি রুপোর মূল্য ১,০৬,১৩৫ টাকা।

বিনিয়োগের জন্য লাভজনক হলেও গয়না গড়ার ক্ষেত্রে চাপ বাড়ছে ক্রেতার ওপর।