ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, জানুন আবহাওয়ার খবরাখবর!
সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা, তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নিতে পারে আগামী ১২ ঘণ্টায়।
কলকাতা-সহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪৫ কিমি প্রতি ঘণ্টা।
সমুদ্র থাকবে উত্তাল, জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।
রথযাত্রার দিন শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।